পবিত্র মসজিদুল হারামের প্রবীণ শিক্ষক শায়খ আবদুর রহমান আল ইজলান মারা গিয়েছেন। দীর্ঘ ৩১ বছর যাবত তিনি মসজিদুল হারাম প্রাঙ্গণে দরস প্রদান করতেন। আজ শুক্রবার (৭ এপ্রিল) জুমার নামাজের পর তাঁর জানাজার নাামাজ অনুষ্ঠিত হয়।
শায়খ আবদুর রহমান আল ইজলান ১৯৩৮ সালে সৌদির কাসিম শহরে জন্মগ্রহণ করেন। ১৩৭১ হিজরিতে তিনি বুরাইদাহ এলাকার ফয়সাল স্কুনে পাঠ সম্পন্ন করেন। ১৩৭৪ হিজরিতে তিনি রিয়াদের কলেজ অব শরিআয় উচ্চশিক্ষা গ্রহণ করেন। ১৩৮৬ হিজরিতে হায়ার জুডিশিয়াল ইনস্টিটিউটে দায়িত্ব পালন করেন।
অল্প বয়স থেকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। পরবর্তীতে তিনি মসজিদে নববিতে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৩৮৬ হিজরিতে রিয়াদের কলেজ অব শরিআয় শিক্ষকতা করেন। এছাড়া ইনস্টিটিউট অব নলেজের সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন।
আরও পড়তে পারেন-
- সাদকায়ে ফিতরের মাসাইল
- রমজানে মুমিনের প্রতিদিনের আমল
- মাহে রমযানের সিয়াম সাধনা ও তার আহকাম
- রমযান মু’মিনের জন্য কী প্রতিফল বয়ে আনে?
- ইসলামে শাসক ও শাসিতের পারস্পরিক হক
১৩৯৩ হিজরিতে আমিরাতে আজমান শহরে বাদশাহ ফয়সালের নেতৃত্বে কোর্ট চালু হলে শায়খ আল ইজলান তাতে প্রধান বিচারক হিসেবে নিয়োগ পান। ১৪০৫ হিজরিতে সেখান থেকে চলে আসলে মক্কার হাইকোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।
উম্মাহ২৪ডটকম: আইএএ