প্রতি বছরের রমজান মাসে সৌদি আরবের মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে এক আধ্যাত্মিক আবহ সৃষ্টি হয়। সুবশিাল এলাকাজুড়ে ইফতারের আয়োজনে ১০ লাখের বেশি রোজাদার ইফতার করত। কিন্তু করোনা মহামারির কারণে গত বছর ইফতার আয়োজন পুরোপুরি বন্ধ থাকে। আর এ বছর আগের মতো সুবিশাল ইফতার আয়োজন হচ্ছে না। ইফতার হিসেবে শুধুমাত্র প্যাকেটজাত শুকনো খাবার, খেজুর ও পানীয় বিতরণ করা হচ্ছে।
হারামাইন শরিফাইনের ফেসবুক পেজের ভিডিওতে কাবা প্রাঙ্গণে মুসল্লিদের মধ্যে খেজুর বিতরণ করতে দেখা যায়ে। মাগরিবের নামাজ আদায়ে মুসল্লিরা পবিত্র কাবা চত্বরে সমবেত হয়। সবার মধ্যে নিরাপদ সামাজিক দূরত্ব বিদ্যমান।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র রমজান মাসে ইতিমধ্যে ৩০ লাখের বেশি মুসল্লি পবিত্র মসজিদুল হারামে নামাজ আদায় করেছেন ও ওমরাহ পালনে করেছেন। করোনা টিকা নেওয়ার পর স্বাস্থ্যবিধি অনুসরণ করে তাঁরা পবিত্র মসজিদুল হারামে প্রবেশ করেন।
করোনা সংক্রমণরোধে মক্কার পবিত্র মসজিদুল হারামের ভেতরে ইবাদত করতে সামাজিক দূরত্ব ও মাস্ক পরিধানসহ কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করা হয়।
সূত্র: আরব নিউজ
উম্মাহ২৪ডটকম: আইএএ