তানজানিয়ার দারুস সালাম নগরীর স্টেডিয়ামে আফ্রিকার ২১তম পবিত্র কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শহরের বেনজামিন জাতীয় স্টেডিয়ামে অসংখ্য মানুষের উপস্থিতিতে আফ্রিকার পবিত্র কোরআন প্রতিযোগিতা-২০২১ অনুষ্ঠিত হয়।
আফ্রিকার বিভিন্ন দেশ থেকে নির্বাচিত ২৩ প্রতিযোগীকে নিয়ে আল হিকমাহ ফাউন্ডেশন প্রতিযোগিতার আয়োজন করে। এতে তানজানিয়ার রাষ্ট্রপতি কাসেম মাজালিও ও জানজিবার দ্বীপপুঞ্জের প্রধান হুসাইন মুওয়াইনি উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে তানজানিয়া, দ্বিতীয় স্থান সুদান, তৃতীয় স্থান নাইজার। এছাড়াও মৌরতানিয়া ও নাইজেরিয়া যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থান অর্জন করে।
সূত্র: আল জাজিরা নেট।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
উম্মাহ২৪ডটকম: আইএএ