পবিত্র রমজান মাস উপলক্ষে মসজিদ নববির বিশেষ পরিকল্পনা ঘোষণা দিয়েছে সৌদির পবিত্র দুই মসজিদ পরিচালনা পরিষদ। স্বাস্থ্যবিধি মেনে তারাবির নামাজসহ পাঁচ ওয়াক্ত নামাজ সবার অংশগ্রহণে অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার (১৮ মার্চ) হারামাইন শরিফাইন পরিষদের সভাপতি ড. আবদুর রহমান আস সুদাইস এ ঘোষণা দেন।
হারামাইন শরিফাইন ওয়েবসাইটের এক প্রতিবেদনে বলা হয়, করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব মেনে মসজিদে নববির ভেতর ও বাইরে একসঙ্গে ৬০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদের ভেতরে ৪৫ হাজার এবং বাইরে ১৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে।
প্রতিবেদনে আরো জানানো হয়, তারাবির নামাজের আধঘণ্টা পর মসজিদে নববি বন্ধ করা হবে এবং ফজর নামাজের দুই ঘণ্টা আগে পুনরায় খোলা হবে। তবে রমজান মাসের শেষ ১০ দিন সপ্তাহের পুরো সময় খোলা থাকবে।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
তবে মসজিদে নববির রওজা শরিফ অংশে শুধু ইমাম, কর্মকর্তা ও দাফনকার্য সম্পন্নকারী ব্যক্তিরা নামাজ আদায়ের সুযোগ পাবে। যেকোনো মুসল্লি মসজিদের ভেতরে, বাইরে ও ছাদের ওপর নামাজ আদায়ের সুযোগ পাবে। এসব স্থান সার্বাক্ষণিক নজরদারি করা হবে এবং তাতে নিয়মিত জীবাণুনাশক ব্যবহার করা হবে।
অবশ্য মসজিদে নববিতে ইফতারির আয়োজন ও ইতেকাফ বিষয়ে প্রতিবেদনে কোনো কিছু বলা হয়নি। তবে অতি শিগগির করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে জানাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সূত্র: হারামাইন শরিফাইন ওয়েবসাইট।
উম্মাহ২৪ডটকম: আইএএ