রোজা রেখেও করোনা ভাইরাসের টিকা নেয়া যাবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। রোববার (১৪ মার্চ) দেশের বরেণ্য উলামায়ে কেরাম এবং ইফার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে এক মতবিনিময় সভার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
তাতে বলা হয়, দেশের বরেণ্য উলামায়ে কেরাম সর্বসম্মতভাবে একমত পোষণ করেন যে, করোনা ভাইরাসের টিকা মাংসপেশিতে গ্রহণ করা হয় এবং তা সরাসরি খাদ্যনালী ও পাকস্থলিতে প্রবেশ করে না, সেহেতু রমজান মাসে রোজাদার ব্যক্তি দিনের বেলায় শরীরে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করলে রোজা ভঙ্গ হবে না।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
এদিকে, মুসলিম বিশ্বের শীর্ষস্থানীয় আলেমগণও একই মত পোষণ করেছেন– উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, রোজা রেখে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করা যাবে।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুশফিকুর রহমানের সভাপতিত্বে দেশের বরেণ্য উলামায়ে কেরাম এবং ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নূরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
উম্মাহ২৪ডটকম: এসএএ