বিশ্বের সর্বকনিষ্ঠ কোরআনের ক্যালিগ্রাফার হিসেবে নাম লিখিয়েছেন মিসরের আবদুল কারিম মুহাম্মদ মারজান।
মিশরের ইউনিয়ন অব ক্যালিগ্রাফারসের প্রধান পরিচালক মাসআদ আল খাদারি বুর সাইদ তাঁকে এ পুরস্কার প্রদান করেন।
ছোটবেলা থেকেই লিপিকলার প্রতি গভীর অনুরাগ ছিল মারজানের। ১৯ বছর বয়সে নিজ হাতে পবিত্র কোরআনের অনুলিপি তৈরি করে মারজান বিশ্বের কনিষ্ঠতম কোরআনের লিপিকার হিসেবে স্বীকৃতি পান।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
মিশরের কেনা শহরের আবু তাশতের একটি আরবি লিপির একটি স্কুলে ভর্তি হন তিনি। প্রতিদিন পাঁচ ঘণ্টারও বেশি সময় কোরআনের অনুলিপি তৈরি কাটান। কোরআন অনুলিপি নিয়ে বিশেষ কোর্স সম্পন্ন করেন মারজান। আরবি ভাষার সব ফন্টে ক্যালিগ্রাফিতে সর্বোচ্চ জ্ঞানার্জনের ইচ্ছা তাঁর। সামনে পুরো কোরআনের অনুলিপি তৈরি করবেন তিনি।
উচ্চমাধ্যমিক শেষ করে সাউথ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে অনার্সের প্রথম বর্ষে থাকাকালে আরবি ক্যালিগ্রাফিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেন মারজান। এ সময় আরবি লিপিকলা নিয়ে অনেক পড়াশোনা করেন এবং দেড়শ বছর আগের বিখ্যাত লিপিকার মুহাম্মাদ শাওকি আফেন্দির খাতা থেকে এ ক্যালিগ্রাফিতে আরো ব্যুৎপত্তি অর্জন করেন। সূত্র : আশ শুরুক।
উম্মাহ২৪ডটকম: এসএএ