ইন্টারনেটে আপনি কীভাবে বেশি সময় কাটান? ফেসবুকিং না কি ইউটিউবে ভিডিও দেখে? উত্তর যা-ই হোক, আপনার জেনে রাখা ভালো সামাজিক যোগাযোগমাধ্যম আর ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের বাইরেও ইন্টারনেটে আছে একটি মজার দুনিয়া, যা জানলে আপনি অবাক হতে বাধ্য।
এই যেমন, আপনি এখন যেখানে অবস্থান করছেন, সেখানে কয়টি প্লেন উড়ছে আপনার মাথার ওপর; সেটা যদি এক ক্লিক করেই জানতে পারেন, তাহলে কেমন হবে? সেই প্লেন কতটা ওপর দিয়ে উড়ে যাচ্ছে বা দূরত্ব কত, কোথায় যাচ্ছে, তাও যদি জানা যায় সেই ক্লিকে? শুধু আপনি যেখানে আছেন সেখানকার কেন, সারা দুনিয়ায় এখন কোথায় কোন প্লেন উঠছে না নামছে, তাও যদি জানতে পারেন এক ক্লিকে, তাহলে কেমন হবে?
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
এর বাইরে, আপনি আগামীকাল যে প্লেনে উঠবেন, সেটা এখন কোথায় আর কী অবস্থানে আছে, সেটার বিস্তারিত তথ্যও যদি মোবাইল ফোনে ক্লিক করে জানা যায়, তাহলে কি ব্যাপারটা আরও ভালো হবে না?
হ্যাঁ, এসব প্লেন-সংক্রান্ত সব তথ্য জানার জন্য আছে জনপ্রিয় একটি ওয়েবসাইট। সাইটটির নাম ফ্লাইটট্রাডার২৪.কম। চাইলে আপনিও ক্লিক করে ঘুরে আসুন বিশ্বের সব প্লেনের দুনিয়ায়।
উম্মাহ২৪ডটকম: আইএএ