চিন্তা ও মননশীলতার এক অন্যন্য সৃষ্টিকর্ম ক্যালিগ্রাফি। আর তা যদি হয় অতি ছোট ছোট চালের ওপর আঁকা; তবে তা হবে আরো আশ্চর্যের শিল্পকর্ম। কুরআনের এমনই এক আশ্চর্য ক্যালিগ্রাফি অংকন করেছেন সিরিয়ান বংশোদ্ভূত ক্যালিগ্রাফার তাহের আহমদ।
যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার নাগরিক আবু তাহের। জীবন বাঁচানোর তাগিদে সিরিয়া ত্যাগ করে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের মার্ডিন প্রদেশে জীবন-যাপন করছেন। সেখানেই তিনি তাঁর নিখুঁত হাতে অংকন করে যাচ্ছেন কুরআনের আয়াতের এ শিল্পকর্ম।
আরও পড়তে পারেন-
- ঋণ বা ধারকর্য পরিশোধে ইসলামের বিধান
- ইতিহাসে আল্লামা আহমদ শফী
- মেধাবী, আন্তরিক ও নিষ্ঠাবান শিক্ষক ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়
- ইগো প্রবলেম নিয়ে যত কথা
- সামাজিক সম্পর্ক সুদৃঢ় রাখতে ইসলামের নির্দেশনা
ছোট ছোট চালের ওপর তিনি অংকন করছেন কুরআনের আয়াতের ক্যালিগ্রাফি। আবার অনায়েসে লিখছেন কুরআনের আয়াত। দেশ ত্যাগ করার পরও তিনি তাঁর এ শিল্পকর্ম অব্যাহত রেখেছেন।
উম্মাহ২৪ডটকম: এসএএ