আইফোনের বিভিন্ন মডেলে পানি প্রতিরোধক বৈশিষ্ট্য সম্পর্কে বিভ্রান্তিমূলক প্রচারণার জন্য মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলকে ১০ মিলিয়ন ইউরো জরিমানা করেছে ইতালি।
ইতালির কমপিটিশন অথরিটি বলছে, পানিরোধী বলে কয়েকটি মডেলের আইফোনের প্রচারণা চালিয়েছিল অ্যাপল। কিন্তু সেগুলো যে নির্দিষ্ট কিছু পরিস্থিতির জন্য প্রযোজ্য, তা পরিষ্কার করেনি প্রতিষ্ঠানটি।
আরও পড়তে পারেন-
- তালাকের পর তাওবা পড়ানো হলে পুনরায় সংসার করা যাবে কি না?
- সালাম-কালামের আদব-কায়দা
- আক্বায়েদ ও আমল সম্পর্কে গায়রে মুক্বাল্লিদদের পারস্পরিক মতভেদ
- ইতিহাসে মুসলিম নারীদের অমর কীর্তি
- পি কে হালদারের আড়ালের গুরু ও মাফিয়া পতন কাহন
গতকাল সোমবার ইতালি কর্তৃপক্ষ অ্যাপলকে জরিমানার খবর জানিয়ে বলেছে, আইফোনের এই বিভ্রান্তিকর বাণিজ্যিক অনুশীলনের জন্য অ্যাপলকে ১০ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে। খবর বিজনেস ইনসাইডারের।
দেশটির সংশ্লিষ্ট ওই কর্তৃপক্ষ বলছে, ‘এক থেকে ৪ মিটার গভীরতায় ৩০ মিনিট পর্যন্ত পানিরোধী হওয়ার বৈশিষ্ট্যটি কেবল স্থিতিশীল এবং বিশুদ্ধ পানির সঙ্গে পরীক্ষাগারের পরীক্ষায় বৈধ। সাধারণ ব্যবহারের ক্ষেত্রে নয়। এটি অ্যাপলের প্রচারণায় স্পষ্ট নয় বলে বিশ্বাসঘাতকতার জন্য কোম্পানিটিকে জরিমানা করা হয়েছে।’
উম্মাহ২৪ডটকম: আইএএ