সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সমস্ত ছবি সরাতে ও সেগুলি শেয়ার না করতে অনুরাগীদের কাছে জোর অনুরোধ জানালেন সাবেক বলিউড অভিনেত্রী জায়রা ওয়াসিম।
এর কারণ হিসেবে জায়রা বলেছেন, তিনি জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। ইনস্টাগ্রাম মারফত এই অনুরোধ জানিয়েছেন জাতীয় পুরস্কার জয়ী ভারতের সাবেক এই বলিউড অভিনেত্রী। ইসলামসম্মত উপায়ে জীবন যাপনের সংকল্প করে গত বছর তিনি বলিউডকে বিদায় জানিয়েছেন।
আরও পড়তে পারেন-
- ঋণ বা ধারকর্য পরিশোধে ইসলামের বিধান
- ইতিহাসে আল্লামা আহমদ শফী
- মেধাবী, আন্তরিক ও নিষ্ঠাবান শিক্ষক ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়
- ইগো প্রবলেম নিয়ে যত কথা
- সামাজিক সম্পর্ক সুদৃঢ় রাখতে ইসলামের নির্দেশনা
জায়রা লিখেছেন, সবার প্রতি অনুরোধ করে বলছি, ধারাবাহিকভাবে আমার প্রতি ভালোবাসা ও সহৃদয়তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালোবাসা ও শক্তির ধারাবাহিক উৎস আপনারাই। সমস্ত দিক থেকে আমার পাশে দাঁড়ানোর জন্য আপনাদের ধন্যবাদ।
অনুরাগীরা তাঁর অনুরোধ রাখবেন বলে আশা প্রকাশ করেছেন জায়রা।
তিনি বলেছেন, আমি আপনাদের সোশ্যাল অ্যাকাউন্ট থেকে আমার সমস্ত ছবি সরিয়ে নেওয়া এবং অন্য ফ্যান পেজগুলিও তা করতে বলার অনুরোধ জানাচ্ছি। সূত্র- এবিপি।
উম্মাহ২৪ডটকম: এমএ