টেক জায়েন্ট গুগল তাদের জনপ্রিয় পরিষেবা ‘গুগল ফটোজ’র বিনামূল্যে ব্যবহার সীমাবদ্ধ করতে যাচ্ছে। সম্প্রতি এমন ঘোষণা দিয়েছে গুগল।
মার্কিন গণমাধ্যম সিএনএনের খবর, ২০২১ সালের ১ জুন থেকে গুগল ফটোজে আপলোড হওয়া ছবিগুলো অ্যাকাউন্ট খোলার সময় যে ১৫ জিবি স্টোরেজ দেওয়া হয়, তা বিবেচনা করা হবে। যেটার আগে নির্ধারিত কোনো সীমা ছিল না। সে কারণে নির্ধারিত ওই সময়ের পরে ১৫ জিবি স্টোরেজ পূর্ণ হওয়ার পর গুগল ফটোজে ছবি রাখতে চাইলে অর্থ খরচ করতে হবে গ্রাহকদের।
আরও পড়তে পারেন-
- ঋণ বা ধারকর্য পরিশোধে ইসলামের বিধান
- ইতিহাসে আল্লামা আহমদ শফী
- মেধাবী, আন্তরিক ও নিষ্ঠাবান শিক্ষক ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়
- ইগো প্রবলেম নিয়ে যত কথা
- সামাজিক সম্পর্ক সুদৃঢ় রাখতে ইসলামের নির্দেশনা
জানা গেছে, গুগল ফটো ব্যবহারকারীদের সংস্থার গুগল ওয়ান ক্লাউড পরিষেবাটির মাধ্যমে অতিরিক্ত স্থানের জন্য অর্থ প্রদান করতে হবে, যা ১০০ গিগাবাইট স্টোরেজের জন্য মাসে ১.৯৯ মার্কিন ডলার থেকে শুরু হবে।
গুগল ফটোজ গুগলের একটি ছবি ভাগাভাগি ও স্টোরেজ সেবা। ২০১৫ সালের মে মাসে গুগল ফটোজের ঘোষণা দেওয়া হয়, গুগল প্লাস থেকে এ সেবার উদ্ভব। গুগলের সাধারণ অ্যাকাউন্টের মতো গুগল ফটোজ সেবাটিও বিনামূল্যের সেবা। এই পরিষেবাটি স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর ডিভাইসের ছবিগুলো বিশ্লেষণ করে বিভিন্ন দৃশ্যগত বৈশিষ্ট্য এবং বিষয় শনাক্ত করতে পারে।
উম্মাহ২৪ডটকম: আইএএ