প্রশ্ন: তাসলীম বাদ, হুজুর, এক মহিলা তার মাসিক (হায়েযের) অবস্থায় একজন কুরআন তিলাওয়াতকারী থেকে সাজদার আয়াত তিলাওয়াত করতে শুনতে পায়। এখন মাসিক থেকে পাক হওয়ার পর তার এ সাজদা আদায় করতে হবে কি?
– নাম প্রকাশে অনিচ্ছুক।
উত্তরঃ না। শরীয়তে দৃষ্টিতে তার এ সাজদা আদায় করতে হবে না।
প্রমাণ্য দলীলের জন্য দেখা যেতে পারে-
- ফাতাওয়ায়ে আলমগীরিয়্যা, খণ্ড-১, পৃষ্ঠা-১৩২
- খুলাসাতুল ফাতাওয়া,খণ্ড-১, পৃষ্ঠা-১৮৪ ( কুয়েটা )
- মারাক্বিয়ুল ফালাহ, পৃষ্ঠা-২৬৩ ( কাদীমি, করাচী )
ফতোয়া দিয়েছেন- মুফতী মুহিউদ্দীন মাসুম
প্রধান মুফতী- জামিয়া সুবহানিয়া মাহমূদনগর, তুরাগ, ঢাকা ও জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা।
উম্মাহ২৪ডটকম:এমএ