প্রশ্ন: মুহতারাম মুফতী সাহেব হুজুর,আমি গত কয়দিন আগে একটি টিভি চ্যানেলে ইসলামিক অনুষ্ঠান দেখছিলাম। আলোচনার এক পর্যায়ে আলোচক বলেন, অযুতে ঘাড় মাসেহ বলতে কিছু নেই । শরীয়তে এর কোনো ভিত্তি নাই। এ কথা শোনার পর থেকে দ্বিধাদ্বন্ধে পড়ে গেলাম। অনুগ্রহ করে শরীয়তের দলিল ভিত্তিক বিষয়টি জানালে উপকৃত হবো।
– রেজাউল করীম, চকরিয়া ,কক্সবাজার।
উত্তরঃ মুহতারাম রেজাউল করীম সাহেব, টিভি চ্যানেলের সম্মানিত আলোচক কথাটি সঠিক বলেন নাই। হযরতে ফুক্বাহায়ে কেরাম বেশ কিছু হাদীস দ্বারা প্রমাণ করেছেন যে, অযুর মাঝে ঘাড় মাসেহ করা মুস্তাহাব বা একটি উত্তম আমল। বিস্তারিত জানার জন্য দেখা যেযে পারে-
- সিআ’য়া,খণ্ড-১, পৃষ্ঠা-১৭৮-১৭৯ ( সুহাইল লাহোর )।
- খুলাসাতুল আসার ( লিশ শাইখ উবাইদিল্লাহ আল ফারুক ), পৃষ্ঠ-৮৫।
- বিনায়া শরহে হিদায়া, খণ্ড-১, পৃষ্ঠা-১০৭-১০৮ ( ইমদাদিয়া মুলতান )।
ফতোয়া দিয়েছেন- মুফতী মুহিউদ্দীন মাসুম
প্রধান মুফতী- জামিয়া সুবহানিয়া মাহমূদনগর, তুরাগ, ঢাকা ও জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা।
উম্মাহ২৪ডটকম:এমএ