।। আল্লামা আবদুর রব ইউসুফী ।।
আমরা মুসলিম। আমাদের ধর্ম-দীন, জীবন ব্যবস্থা ইসলাম। আল্লাহ্ আমাদের সৃষ্টিকর্তা, বিধান দাতা। মুহাম্মদ (সা.) আল্লাহ্ প্রেরিত রাসূল, পথ প্রদর্শক। কুরআান আমাদের পথচলার সন্দেহাতীত উজ্জল মশাল। দীন-ইসলাম, কুরআন, নবী সবই বাস্তব ভিত্তিক, ভারসাম্যপূর্ণ।
১. ইহুদিরা মূসা (আ.)কে নবী মানে, মুহাম্মদ (সা.)এর বিরোধিতা করে। খৃষ্টানরা ঈসা (আ.)কে নবী মানে, আমাদের নবীর বিরুদ্ধাচরণ করে, কুৎসা রটনা করে। এতদসত্ত্বেও আমরা মূসা (আ.) ও ঈসা (আ.)কে সম্মান করি, সত্য নবী বলে বিশ্বাস করি। তবে পূর্বোক্ত ধর্মদ্বয় আমাদের নবীর আগমনের সাথে সাথে রহিত হয়ে গেছে। কিন্তু নবীদ্বয় এবং তাদের প্রতি অবতীর্ণ কিতাবদ্বয়ের প্রতি মৌলিক ভাবে সন্মান প্রদর্শন করি। এমনকি তাওরাত-ইন্জিলের মধ্যখানে অবতীর্ণ যাবূর কিতাবের প্রতিও সন্মান প্রদর্শন করতে কার্পণ্য করি না।
২. অন্যান্য ধর্মের সত্যাসত্যের কোন দলীল-প্রমাণ না থাকা সত্ত্বেও এবং তাদের ধর্মসমূহের উৎপত্তি ও মৌলিক বিষয়াদির ব্যাপারে তাদের স্বধর্মিয় লোকদের কথা থাকলেও আমরা এর বিরুদ্ধে কটাক্ষমূলক কথা বলি না।
আরও পড়তে পারেন-
- ডাক্তারদের জন্য ঔষধ কোম্পানীর গিফট ও কমিশন গ্রহণ করা কি হালাল?
- বিজ্ঞানের আলোকে নামাযের বাতেনী ভেদ ও উপকারিতা
- যেই ভাবনাটি আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে: সানা খান
- শাস্তি ছাড়া সন্তান বড় করার ১০ উপায়
- শিক্ষকদের প্রতি আল্লামা নূর হোসাইন কাসেমী’র দরদমাখা অমূল্য নসীহত
৩. অমুসলিম দেশসমূহে মুসলিমদের প্রতি প্রতিনিয়তই জুলুম-অত্যাচার চালানো হচ্ছে। মুসলিম দেশসমূহের বিরুদ্ধে আগ্রাসন চলছে। এ ক্ষেত্রে ইসরাঈল, ভারত, মিয়ানমার, চীন বিশেষ ভাবে উল্লেখযোগ্য। এতদসত্ত্বেও মুসলিম দেশে অমুসলিমদের প্রতি কোন সংঘাতমূলক আচরণ করা হচ্ছে না।
৪. সাম্প্রতিক সময়ে ইসলাম, মুসলমান ও মহনবী (সা.)কে নিয়ে কটাক্ষ ও ব্যঙ্গচিত্র প্রকাশের মত অসভ্য আচরণ একটা নোংরা সংস্কৃতিতে পরিণত হয়েছে। ফ্রান্স এ ক্ষেত্রে অন্যদের চেয়ে এগিয়ে আছে। সেখানে সরকারি পৃষ্ঠপোষকতায় এ অমানবিক কাজটি হচ্ছে।
৫. মুসলিম নেতাদের ইসলামের মহানুভবতা সংরক্ষণে এগিয়ে আসা সত্ত্বেও আমার আশংকা হচ্ছে, কখন জানি মুসলিম জনতার ধৈর্যের বাঁধ ভেঙ্গে যায় এবং বিশ্ব একটা অনাকাঙ্খিত পরিস্থিতির সম্মুখীন হযে যায়।
৬. সংখ্যা গরিষ্ঠ মুসলিম অধ্যূষিত বাংলাদেশেও প্রায়শ:ই দেখা যায়, হিন্দুরা লাগামহীন ভাবে মুসলমানদের বিরুদ্ধে আক্রমণাত্মক ভাষায় কথা বলে। পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু মুসলিমদের একার নয়। সাম্প্রদায়িক সম্পর্কে অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার পূর্বেই এদের লাগাম টেনে ধরতে হবে।
তাই সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান- বিশ্বকে রক্ষা করুন। স্বজাতির বিশৃঙ্খলাকারীদেরকে সামলান। সভ্য হোন, ভদ্র হোন।
– আল্লামা আবদুর রব ইউসুফী, অভিজ্ঞ প্রবীণ ইসলামী রাজনীতিবিদ, শায়খুল হাদীস, সহসভাপতি- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং পরিচালক- জামিয়া শায়েখ জাকারিয়া, রামপুরা, ঢাকা।
উম্মাহ২৪ডটকম: এমএ