পলাশীর যুদ্ধে যারা ষড়যন্ত্র করে বাংলার নবাব সিরাজ-উদ-দৌলাকে হারিয়ে দিয়েছিল এবং হত্যা করেছিল তাদের মধ্যে যাদের নাম জানি এবং বহুল উচ্চারিত, তাদের সকলের মৃত্যু হয়েছিল অত্যন্ত নির্মমভাবে। এটা কি কাকতালীয়? হতেও পারে। তবে তারা এতো বহুমুখী ও কুটিল ষড়যন্ত্রে লিপ্ত ছিল যে, একে অন্যকে খুন করেই তাদের স্বার্থের পথ ফাঁকা করতে হয়েছিল। যাই হোক, আমি যে কয়টা টুকতে পেরেছি, সেটা আপনাদের জানাচ্ছি।
মিরনঃ মীরজাফরের বড় ছেলে মিরনকে মেজর ওয়াটসন তাবুতে আগুন লাগিয়ে জীবন্ত দগ্ধ করে হত্যা করে প্রচার করে বাজ্রাঘাতে তবুতে আগুন লেগে যায়।
মুহম্মদী বেগঃ তার কাছে সিরাজ প্রাণভিক্ষা চায়নি, শুধু দু’ রাকাত নামায পড়ার সুযোগ চেয়েছিলেন। মুহম্মদী বেগ বাংলার নবাবকে সেই সুযোগটুকুনও দিতে রাজি হয়নি। তার মস্তিস্ক বিকৃতি ঘটে, এই অবস্থায় কূয়ায় ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করে। অথচ আশ্চর্য, সে সিরাজের পিতা ও মাতামহীর অন্নে প্রতিপালিত হয়েছিল।
মীরজাফরঃ দুরারোগ্য কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে অত্যন্ত অবহেলার সাথে ধুঁকতে ধুঁকতে মারা যায়।
জগতশেঠঃ মুঙ্গেরে শহরের এক সুউচ্চ দুর্গের ছাদ থেকে গঙ্গাবক্ষে নিক্ষেপ করে হত্যা করা হয়।
রবার্ট ক্লাইভঃ দেশে ফিরে নিজ বাথরুমে নিজের গলায় ক্ষুর চালিয়ে আত্মহত্যা করে।
ইয়ার লতিফ খানঃ হঠাৎ নিরুদ্দেশ হয়ে যায়। ধারণা করা হয়, তাকে গুপ্তহত্যা করে লাশ গায়েব করে দেয়া হয়।
আরও পড়তে পারেন-
- ধর্ষণ প্রতিরোধে ইসলামের নির্দেশনা
- কিশোর অপরাধ রোধে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে
- আদর্শ পরিবার গঠনে যে সব বিষয়ে গুরুত্ব দেওয়া জরুরী
- ইসলামে সামাজিক সম্পর্ক এবং ভ্রাতৃত্ববোধ বজায় রাখার গুরুত্ব
- মানুষ মারা যাওয়ার পর, তাঁর আত্মার কি হয় ?
মহারাজা নন্দকুমারঃ তহবিল তসরুপের অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়ে ফাঁসিকাষ্ঠে ঝুলে মারা যায়।
উমিচাঁদঃ স্মৃতিভ্রংশ ও উন্মাদ হয়ে রাস্তায় ঘুরতে ঘুরতে অপমানজনকভাবে মৃত্যু হয়।
রাজা রাজবল্লভঃ পদ্মায় ডুবে মারা যায়।
দানিশ শাহঃ তিনি সিরাজকে ধরিয়ে দিয়েছিলেন। সর্পাঘাতে এই বিশ্বাসঘাতকের মৃত্যু হয়।
স্ক্রাফটনঃ জাহাজডুবিতে মৃত্যু হয়।
মীর কাশেমঃ সিরাজকে ভগবানগোলার হাট থেকে মুর্শিদাবাদে বেঁধে নিয়ে আসে। সে দিল্লির রাস্তায় অজ্ঞাতনামা হিসেবে মৃত্যুবরণ করে। মৃতের শিয়রে পড়ে থাকা এক পোটলায় পাওয়া যায় নবাব হিসেবে ব্যবহৃত মীর কাশেমের চাপকান। এই চাপকান দেখেই তাকে মির কাশেম বলে শনাক্ত করা হয়।
ঘষেটি বেগমঃ বুড়িগঙ্গায় নৌকা ডুবিয়ে হত্যা করা হয়।
ইতিহাসের কি নির্মম প্রতিশোধ! ইতিহাস কাউকে ক্ষমা করে না।
উম্মাহ২৪ডটকম: এমএ