নূর হোসাইন সবুজ: ফ্রান্স সরকার কর্তৃক রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় রাসুলুল্লাহ (সাঃ)এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে ছাত্র জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ জেলা এক প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বাদ যোহর সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ছাত্র জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ জেলার সভাপতি ত্বহা হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক্বের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা শায়খ আব্দুল বাছির চৌধুরী।
মাওলানা শায়খ আব্দুল বাছির চৌধুরী বলেন, ফ্রান্সে রাসূল (সাঃ)এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বিশ্বের দুইশত কোটি মুসলিম উম্মাহ’র হৃদয়ে আঘাত দিয়েছে। বিশ্ব নবীর অবমাননা কোন মুসলমান বরদাশত করতে পারে না। বাংলাদেশ সরকারের কাছে ফ্রান্সের সব ধরনের পণ্য আমদানি বন্ধ করার দাবী জানান।
আরও পড়তে পারেন-
- ঋণ বা ধারকর্য পরিশোধে ইসলামের বিধান
- ইতিহাসে আল্লামা আহমদ শফী
- মেধাবী, আন্তরিক ও নিষ্ঠাবান শিক্ষক ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়
- ইগো প্রবলেম নিয়ে যত কথা
- সামাজিক সম্পর্ক সুদৃঢ় রাখতে ইসলামের নির্দেশনা
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা শায়খ আফসার উদ্দিন, সহ সভাপতি মাওলানা মুশতাক আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, হাসননগর মাদ্রাসার মুহতামিম ও সম্মিলিত উলামা মাশায়েখ ও তাওহিদী জনতার সদস্য সচিব মাওলানা দিলোয়ার হোসাইন, সদর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রমযান হোসাইন, দোয়ারাবাজার উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শফিক আহমদ, বিশ্বম্ভপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রফিক আহমদ।
উপস্থিত ছিলেন, যুবনেতা মাওলানা সালিক আহমদ, মাওলানা হোসাইন আহমদ মাহবুব, মাওলানা এনামুল হাসান, ছাত্রনেতা মঞ্জুর আহমদ, আবু আইয়ুব, জিয়াউল করিম, হাফিজ ইয়াহইয়া, আইয়ুব খান, ইউসুফ আহমদ, রাহাত আহমদ, শাহেদ আহমদ, আসআদ আহমদ, শাকিল আহমদ, আবুল হাসনাত, তাফাজ্জুল হক, জুনেদ আহমদ প্রমূখ।
উম্মাহ২৪ডটকম: এমএ