।। মালেকা ফেরদৌস ।।
ভোরের প্রথম আলো আর দ্বিপ্রহরের শপথ,
শপথ রাতের, বিশ্বের যাবতীয় সৃষ্টি, তরঙ্গ
বিক্ষুদ্ধ সমুদ্র আর তোমার কান্নার শপথ-
এ জল একদিন অভিশাপ হবে!
অন্ধকার নেমে আসবে এই জনপদে-
বৃক্ষরা পত্রশূণ্য হবে, আকাশ ভেঙ্গে পড়বে
আত্মহত্যা করবে পাখিরা স্বেচ্ছায়,
সব আলো নিভে যাবে- পঁচা গন্ধ উঠবে শস্যের !
এ নিপীড়ন থামবে কবে, আবার কবে
আকাশ নিশ্চিন্ত নীলে ছেয়ে যাবে, জাগবে মানুষ!