জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহসভাপতি আল্লামা আব্দুর রব ইউসূফী বলেছেন, যারা নারীদেরকে পণ্য বানিয়ে মজা লুটতে চায় এবং নারীদের অবাধ ও অশ্লীল বিচরনের সুযোগে যিনা-ব্যভিচারে লিপ্ত হতে চায়, এমন কি ধর্ষনের মত কর্মকাণ্ড চালাতে চায় তারা আজ দিশেহারা। মানসিক ভারসাম্য হারিয়ে আবোল-তাবোল বকছে। এদের হীন মানসিকতার বিরুদ্ধে সরকার ও জনগনকে সচেতন থাকতে হবে।
তিনি বলেন, সমাজকে কলুষতা ও হিংস্রতামুক্ত রাখতে সমমনা ইসলামী দলসমূহের ৬ দফা দাবি অবিলম্বে কার্যকর করতে হবে। পুলিশ হেফাজতের হিংস্রতা বন্ধ করতে হবে। ভারতীয় বিএসএফ কর্তৃক সিমান্ত হত্যা বন্ধ করতে হবে। আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কোন আপোষকামিতা চলবেনা। আগামী বৃহস্পতিবার বাদ জোহর বায়তুল মোকাররম উত্তর গেইটেরর বিক্ষোভ সফল করতে সবাই এগিয়ে আসুন।
আল্লামা ইউসুফী আজ বাদ মাগরিব জমিয়ত কার্যালয়ে সমমনা ইসলামী দল সমুহ ঘোষিত আগামী বৃহস্পতিবারের বিক্ষোভ সমাবেশে ও মিছিল বাস্তবায়ন কমিটির বৈঠকে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সমমনা ইসলামী দল সমুহ আহুত বিক্ষোভ সমাবেশে ও মিছিল বাস্তবায়ন কমিটির এক সভা আজ বাদ মাগরিব জমিয়ত কার্যালয়ে আল্লামা আব্দুর রব ইউসূফীর সভাপতিত্ব অনুষ্ঠিত হয়।
আরও পড়তে পারেন-
- ঋণ বা ধারকর্য পরিশোধে ইসলামের বিধান
- ইতিহাসে আল্লামা আহমদ শফী
- মেধাবী, আন্তরিক ও নিষ্ঠাবান শিক্ষক ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়
- ইগো প্রবলেম নিয়ে যত কথা
- সামাজিক সম্পর্ক সুদৃঢ় রাখতে ইসলামের নির্দেশনা
এতে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানাআহমদ আলী কাসেমী, বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের মহাসচিব মাওলানা আব্দুর রহমান,জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা তাফাজ্জল হোসেন মিয়াজী,বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক মাওলানা ফয়সল আহমদ, ইসলামী ঐক্য আন্দোলনের মাওলানা আবুবকর ছিদ্দিক, বাংলাদেশ মুসলিম লীগের জনাব এ,আসাদ, যুবফরাজীআন্দোলনের মাওলানা হানযালা, শ্রমিক মজলিসের জনাব আমীর আলী হাওলাদার,ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফেজ হুজাইফা ইবনে ওমর প্রমুখ।
বৈঠকে পুলিশী হেফাজতে মানুষ হত্যা, দ্রব্যমূল্যের উর্ধগতি, সীমান্তে হত্যার প্রতিবাদে এবং জিনা-ব্যভিচার ও ধর্ষণ প্রতিরোধে সমমনা দল সমুহের ৬ দফা দাবী বাস্তবায়নের লক্ষে আগামী ২৩ অক্টোবর (শুক্রবার)দেশব্যাপী বিক্ষোভ ও ঢাকায় ২২অক্টোবর, বৃহস্পতিবার, বায়তুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষাভ সমাবেশ ও মিছিল বাস্তবায়নের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
উম্মাহ২৪ডটকম: এফইউবি