সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, এই সরকারের কাছে কোনো দাবি জানিয়ে লাভ হবে না। আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার পতনের আন্দোলন করি।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের সামনে বিএনপি আয়োজিত প্রতিবাদ মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
শাহজাহান বলেন, দুশাসন থেকে মুক্তি পেতে শেখ হাসিনার পদত্যাগের আওয়াজ তুলতে হবে। আজকের এই ভোট থেকে শিক্ষা নিয়ে রাস্তায় নেমে শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করবো।
তিনি বলেন, যে আসনে সালাহউদ্দিন আহমেদ বার বার নির্বাচিত হয়েছেন, সেখানে তিনি তিন হাজার ভোট পেয়েছেন এটা বিশ্বাসযোগ্য নয়। এই প্রহসনের নির্বাচন আমরা মানি না। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, আমাদের রাস্তায় নামতে হবে।
আরও পড়তে পারেন-
- ঋণ বা ধারকর্য পরিশোধে ইসলামের বিধান
- ইতিহাসে আল্লামা আহমদ শফী
- মেধাবী, আন্তরিক ও নিষ্ঠাবান শিক্ষক ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়
- ইগো প্রবলেম নিয়ে যত কথা
- সামাজিক সম্পর্ক সুদৃঢ় রাখতে ইসলামের নির্দেশনা
যাত্রাবাড়ী থানা বিএনপির সহ সভাপতি আনোয়ার হোসেন সরদারের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা-৫ এ ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ, মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু, সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন প্রমুখ।
এর আগে মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল এসে জড়ো হয় আইডিয়াল স্কুলের সামনে। তারা নির্বাচন বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।
উম্মাহ২৪ডটকম: এফইউবি
উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com