বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান, আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, সারাদেশে অব্যাহত নারী নির্যাতন, খুন, ধর্ষণ ও দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারনে দেশের জনগণ চতুর্মূখী সংকটে দিন কাটাচ্ছে। ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড কার্যকর না করায় প্রতিদিন খুন-ধর্ষণের লোমহর্ষক ঘটনা বেড়েই চলছে।
তিনি বলেন, বর্তমানে সারাদেশে অব্যাহত নারী নির্যাতন-ধর্ষণের আতঙ্কে স্কুল-কলেজ, রাস্তা-ঘাট এমনকি নিজ ঘরেও মা -বোনদের ইজ্জত-আবরুর নিরাপত্তা নেই। অপরদিকে দেশে আলুসহ খাদ্যদ্রব্যের যথেষ্ঠ মজুদ থাকা সত্বেও এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী আলুসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য অযৌক্তিকভাবে বৃদ্ধি করেছে। যা নিয়ন্ত্রন করতে সরকার ব্যর্থ হয়েছে।
আরও পড়তে পারেন-
- ঋণ বা ধারকর্য পরিশোধে ইসলামের বিধান
- ইতিহাসে আল্লামা আহমদ শফী
- মেধাবী, আন্তরিক ও নিষ্ঠাবান শিক্ষক ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়
- ইগো প্রবলেম নিয়ে যত কথা
- সামাজিক সম্পর্ক সুদৃঢ় রাখতে ইসলামের নির্দেশনা
দেশের জনগণের মৌলিক অধিকার রক্ষায় সরকারের কোন গরজ নেই। তারা নিজেদের গদি রক্ষায় ব্যস্ত। এ অবস্থায় একটি দেশ চলতে পারে না। আল্লাহ প্রদত্ত্ব খেলাফত শাসন ব্যবস্থাই এ জটিল পরিস্থিতি থেকে উত্তরণে একমাত্র পথ। কেননা ইনসাফ ভিত্তিক খেলাফত শাসনব্যবস্থাই পারে দেশের সকল জনগনের জান-মালের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে।
আজ বিকালে বাংলাদেশ খেলাফত আন্দোলনের এক জরুরী সভায় সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, দপ্তর সম্পাদক মাওলানা সানাউল্লাহ ও প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী প্রমুখ।
উম্মাহ২৪ডটকম: এফইউবি