প্রশ্ন: সালাম বাদ মুহতারাম মুফতি সাহেব হুজুর, দেখতে বাইম মাছের কাছাকাছি, যাকে আমাদের এলাকায় “কুইচা” বলে। মুসলমানদের জন্য এটা খাওয়া জায়েয আছে কী ?
– মাওলানা রেজাউল করীম, সিলেট।
উত্তরঃ আমাদের হানাফী মাযহাবে জলীয় যেসব প্রাণীকে সমাজের প্রচলিত ভাষায় অথবা মৎসবিদগণ মাছ বলে থাকেন, শুধু সেসব জলীয় প্রাণীই খাওয়া হালাল ও জায়েয। যেগুলোকে মাছ বলে গণ্য করা হয় না সেগুলো খাওয়া জায়েয নাই।
আমার জানামতে “কুইচা”কে মাছ বলা হয় না। তাই এই প্রাণী খাওয়াও হালাল নয়। বরং নাজায়েয হবে।
প্রমাণে- বাদায়েউসসানায়ে, খণ্ড- ৫, পৃষ্ঠা- ৩৫ (সাঈদ-করাচি), ফাতাওয়ায়ে আলমগীরিয়্যা, খণ্ড- ৫, পৃষ্ঠা- ২৮৯, মাআরিফুস সুনান, খণ্ড- ১, পৃষ্ঠা- ৩১৬-৩১৭।
ফতোয়া দিয়েছেন- মুফতী মুহিউদ্দীন মাসুম
প্রধান মুফতী- জামিয়া সুবহানিয়া মাহমূদনগর, তুরাগ, ঢাকা ও জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা।
উম্মাহ২৪ডটকম:এমএ