প্রশ্ন: মুহতারাম মুফতি সাহেব, আমাদের ইমাম সাহেব নামাযে কুরআনে পাকের আয়াত و لا تمو تن إلا و أنتم مسلمون এর স্থলে و لا تمو تن و أنتم مسلمون পড়েছেন। অর্থাৎ إلا শব্দটি পড়েন নাই। পড়া থেকে ছুটে গেছে। এখন আমাদের এ নামায সহীহ হয়েছে কি?
– মাওলানা মামুন, গাজীপুর।
উত্তর: বর্ণিত পরিস্থিতিতে আয়াতের অর্থ সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। অতএব, এ নামায ফাসেদ বা বাতিল হয়েছে। এই নামায পুনরায় আদায় করা ফরয।
তথ্য-সূত্র:
- ফাতাওয়ায়েআলমগীরিয়্যা, খণ্ড- ১, পৃষ্ঠা-৭৯
- রদ্দুল মুখতার, খণ্ড- ১, পৃষ্ঠা- ৬৩২ (সাঈদ )
- গুনয়াতুলমুতামাল্লী, পৃষ্ঠা- ৪৭৬ (সুহাইল, লাহোর )
ফতোয়া দিয়েছেন- মুফতী মুহিউদ্দীন মাছূম
প্রধান মুফতী- জামিয়া সুবহানিয়া মাহমূদনগর, তুরাগ, ঢাকা ও জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা।
উম্মাহ২৪ডটকম:এমএ
উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com