।। মালেকা ফেরদৌস ।।
‘জীব হত্যা মহাপাপ’
মানুষ কোন জীব নয় মগের মুল্লুকে!
আকাশ সাক্ষী, সাক্ষী বহমান নাফ
ঢেউয়ের ফোঁপানি এসে লাগে এপারে
বুকের ভেতর, শুনি রক্তের চিৎকার-
এ কাদের বিলাপ ?
হত্যার শিকার বটে আদমের পুত্র-কন্যাগণ-
মানবিক বুলি আজ উচ্চস্বরে হাসে,
ওপারের বিরাণ ভূমিতে
কারা নামে এ যজ্ঞে মানব বিনাশে?
প্রকৃত প্রস্তাবে তারা পশুরও অধম –
ধর্মের নামাবলী ঢাকে কি খুনীর খড়গ?
গুলিবিদ্ধ পাখির মত পড়ে আছে
নিহত শিশুরা, ক্ষুধার্ত মানুষের আহাজারি
স্বপ্নের ঘর ভেঙ্গে গেছে, গেছে নারীর সম্ভ্রম।
পৃথিবীতে কি বিপ্লব ঘটাবে এরা?
শ্রেণী হিংসাপরায়ণ কূটতন্ত্রের নায়কেরা?
একদিন প্রকৃতিই বসাবে ঠিক
দেখ, লানতের কঠিন আযাব।
পূব হতে পশ্চিমের আকাশ ফুঁড়ে
যে মিনার উঠে গেছে আরশের কাছে,
নিশ্চিত জেনো একদিন আমরাই
মঙ্গলের ডাক দেব, জাগবে মানুষ
কেটে যাবে মানুষের দুঃস্বপ্নের কাল।
উম্মাহ২৪ডটকম: এমএ