উম্মাহ অনলাইন: চলতি বছরের মধ্যেই ৭৫ মিলিয়ন ফাইভজি প্রযুক্তির আইফোন তৈরি করতে চায় মার্কিন বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যাপল ইনকরপোরেটেড।
শুধু আইফোন নয়, বিপুল অ্যাপল ওয়াচ মডেল, নতুন আইপ্যাড এয়ার ও ছোট হোমপড তৈরি করতে চায় প্রতিষ্ঠানটি। ব্লুমবার্গের বরাতে এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
আরও পড়তে পারেন-
- কুরআন-সুন্নাহর আলোকে হক্কুল ইবাদ বা বান্দার হক
- মাহে মুহাররম ও আশূরা: করণীয় ও বর্জনীয় আমলসমূহ
- মুহাররমের তাৎপর্য ও কারবালার ইতিকথা
- রোহিঙ্গা সঙ্কট নিরসনে ব্যাপক কূটনৈতিক উদ্যোগের বিকল্প নেই
- ছোট জীবন, কম সময়, কাজ অনেক
রয়টার্স প্রতিবেদনে জানিয়েছে, আগামী মাসেই চার মডেলের নতুন ফাইভজি প্রযুক্তির এ ফোন বাজারে আনতে যাচ্ছে অ্যাপল। যেসব ফোনে থাকছে নতুন ডিজাইনের সঙ্গে বড় আকারের স্ক্রিন। এ ছাড়া নতুন মডেলের আইপ্যাড এয়ার, দুই মডেলের অ্যাপল ওয়াচ, এয়ার ফোন ও নতুন অ্যাপল টিভি বক্স বাজারে নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে অ্যাপল।
যদিও এ প্রসঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি অ্যাপল। এমনকি এই প্রতিবেদন প্রসঙ্গে অ্যাপলের মন্তব্য চাইলে রয়টার্সের অনুরোধেও সাড়া দেয়নি তারা। এর আগে অ্যাপল জানিয়েছিল, ২০২০ সালে নতুন মডেলের আইফোন ৮০ মিলিয়নের বেশি মানুষের হাতে থাকবে।
উম্মাহ২৪ডটকম:এসএএ
উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com