Home ধর্মীয় প্রশ্ন-উত্তর পাগড়ী পরে নামায আদায় করলে কি সত্তর গুণ বেশী সাওয়াব পাওয়া যাবে?

পাগড়ী পরে নামায আদায় করলে কি সত্তর গুণ বেশী সাওয়াব পাওয়া যাবে?

- প্রতিকী ছবি।

প্রশ্ন: জনাব মুফতি সাহেব, সালাম বাদ আমাদের এলাকার এক পীর সাহেবের মুরীদগণ সাধারণ মুসল্লীদেরকে পাগড়ী ব্যবহারে সব সময় উদ্বুদ্ধ করে থাকেন এবং বুঝিয়ে থাকেন যে, মাথায় পাগড়ী পরে নামায আদায় করলে সত্তর গুণ বেশী সাওয়াব পাওয়া যাবে। এই উক্তি কতটুকু সঠিক- অনুগ্রহ করে জানালে উপকৃত হব।

উত্তরঃ ফুক্বাহায়ে কেরাম লিখেছেন, পুরুষগণ লুঙ্গি, জামা, পাগড়ী পরে অথবা পায়জামা, জামা, পাগড়ী পরে নামায পড়া মুস্তাহাব ও উত্তম। তাতে নামাযের সময় পাগড়ী ব্যবহার উত্তম বলে প্রমাণিত হয়। তবে পাগড়ী পরে নামায পড়লে সত্তর গুণ বেশী সওয়াব পাওয়া যাবে; কথাটি সঠিক নয়। যে হাদীসে এ কথাটি উল্লেখ রয়েছে সে হাদীসটি মউযু /জাল হাদীস। যা আমাদের শরীয়তে ঈসলামিয়্যাতে গ্রহণযোগ্য নয়। 

তথ্যসূত্র-

  • ফাতাওয়ায়ে আলমগীরিয়্যা, খণ্ড- ১, পৃষ্ঠা- ৫৭।
  • গুনয়াতুল মুতামাল্লী, পৃষ্ঠা- ২১৬ (সুইল একাডেমী, লাহোর )।
  • হাশিয়াতু ত্বাহত্বাভী আলাল মারাকী, পৃষ্ঠা- ১১৪ (কাদীমী, করাচী)।
  • আল-মাকাসিদুল হাসানাহ, পৃষ্ঠা- ১৭১, হাদিস নং-৬২৪ (দারুল বায, মক্কা )।
  • আল-মাসনূ ফি মা’রিফাতিল হাদীসিল মাউযু, পৃষ্ঠা- ১১৮, হাদীস নং- ১৭৭।

ফতোয়া দিয়েছেন- মুফতী মুহিউদ্দীন মাসুম

প্রধান মুফতী- জামিয়া সুবহানিয়া মাহমূদনগর, তুরাগ, ঢাকা ও জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা।

উম্মাহ২৪ডটকম:এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

আরও পড়তে পারেন-