নিজস্ব প্রতিনিধি:
দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ১২৭ জনে। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৪৩৬ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৪ হাজার ৫৮৩ করোনা রোগী।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়তে পারেন-
- কওমি মাদরাসার পরীক্ষার অনুমতি দিয়েছে সরকার
- কোমরে বেঁধে পেটানো সেই মা-মেয়ের জামিন
- বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে ভারতের বিশেষ মনোযোগের কারণ
- স্রেব্রেনিৎসার ৮ হাজার মুসলিমকে যেভাবে হত্যা করা হয়েছিল
- সর্বস্তরে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা শাসকের অপরিহার্য কর্তব্য
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ২৭৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৯২ হাজার ৪৫৮ জন।
এর একদিন আগে বুধবার (২৬ আগস্ট) দেশে আরও ৫৪ জনের মৃত্যু হয়। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয় আরও ২ হাজার ৫১৯ জনের দেহে। আগের দুইদিন মৃত্যু ছিল যথাক্রমে ৪৭ ও ৪২জন। ##
উম্মাহ২৪ডটকম:এফইউবি