।। মালেকা ফেরদৌস ।।
একটি গাছ-কত দীর্ঘকাল তাকে দেখি,
রোদের জোয়ার এলে মধ্যাহ্নে-
লাবণ্যময় দুটো ডানা মেলে দেয়।
আকাশ নীলায়,
ভোরের প্রার্থনার মত- নিরঙ্কুশ সবুজের মধ্যে
জেগে ওঠে শব্দহীন।
বিস্তারিত ব্যাঞ্জনায়,
আকাশের আলোও সবুজ হয়।
মাটি, পাহাড়, পাখি, মায়াবী হরিণ
আমার হৃদয় সম্পুটে লেগে থাকে। আর,
ঐশ্বর্য্যের নান্দনিক ডানাগুলো-
মহিমান্বিত করে এই নিলাভ সময়।
আমি অনন্তকে স্পর্শ করি,
বাতাসকে স্পর্শ করি,
আমার নিঃশ্বাস বৃক্ষের ছোঁয়া নিয়ে যেন-
এখনি কোন নক্ষত্রকে স্পর্শ করবে।
সংকীর্ণ কক্ষে আবদ্ধ এক মানুষ আমি।
উন্মুক্ত বিশাল আকাশে নিজেকে
কি করে মেলাব বল….
আমি অপেক্ষা করি ইউলিসিসের-
নির্মল শব্দে জেগে ওঠো তুমি
বিনীত আলোর মত,
তরঙ্গিত উদ্বেল দাহনের হও ইতিহাস।
মালেকা ফেরদৌস-এর আরো কবিতা পড়তে পারেন-
জানালাই পৃথিবী!
মায়ের জন্য…
ক্ষমা করুন প্রভু!
প্রার্থনা
শিরোনামহীন
উম্মাহ২৪ডটকম:এমএ