উম্মাহ ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে বুধবার সকাল ৯টা পর্যন্ত রেকর্ড ১ হাজার ৫৯ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন আরও ৬৭ হাজার ১৫১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।
করোনায় বিশ্বের ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা দক্ষিণ এশিয়ার এ দেশটিতে এ নিয়ে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫৯ হাজার ৪৪৯ জনের এবং শনাক্ত রোগীর সংখ্যা ৩২ লাখ ছাড়িয়েছে।
দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭ লাখ ৭ হাজার ২৬৭ জন এবং করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৪ লাখের বেশি মানুষ।
এর মধ্যে মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ২২ হাজার ৭৯৪ জন। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট মৃত ৬ হাজার ৭২১ জন। দেশের রাজধানীতে সেই সংখ্যাটা ৪ হাজার ৩৩০ জন। কর্নাটকে মৃতের সংখ্যা দিল্লির থেকেও বেশি (৪,৯৫৮)। অন্ধ্রপ্রদেশ (৩,৪৮০), উত্তরপ্রদেশ (৩,০৫৯), গুজরাত (২,৯২৮), পশ্চিমবঙ্গ (২,৯০৯) মৃত্যু তালিকায় উপরের দিকে রয়েছে। মধ্যপ্রদেশেও মোট মৃত্যু ১,২০০ ছাড়িয়ে বেড়ে চলেছে। এর পর তালিকায় রয়েছে পঞ্জাব, রাজস্থান, তেলঙ্গানা, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, ছত্তীসগঢ়, গোয়া-র মতো রাজ্যগুলি।
* বৈশ্বিক করোনা মহামারির গতি কমলেও দক্ষিণ-পূর্ব এশিয়ায়
বেড়েছে
* দেশজ ভ্যাকসিন ব্যবহারে ছাড়পত্র চিন সরকারের
* প্লাজমা থেরাপির কার্যকারিতার প্রমাণ খুবই কম : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
কোভিডে আক্রান্ত ও মৃত্যু দু’টি তালিকাতেই শুরু থেকেই শীর্ষে মহারাষ্ট্র। সেখানে মোট আক্রান্ত ৭ লক্ষ ৩ হাজার ৮২৩ জন। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট আক্রান্ত তিন লক্ষ ৯১ হাজার ৩০৩। অন্ধ্রপ্রদেশেও রোজ উল্লেখযোগ্য ভাবে বাড়ছে করোনা সংক্রমণ। সেখানে এখনও অবধি আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৭১ হাজার ৬৩৯ জন। চতুর্থ স্থানে থাকা কর্নাটকে সংখ্যাটা ২ লক্ষ ৯১ হাজার। এর পর রয়েছে উত্তরপ্রদেশ (১,৯৭,৩৮২) ও দিল্লি (১,৬৪,০৭১)। পশ্চিমবঙ্গ (১,৪৪,৮০১), বিহার (১,২৪,৫৩৬) ও তেলঙ্গানাতে (১,১১,৬৮৮) মোট আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য।
অসমে মোট আক্রান্ত ৯৪ হাজার ছাড়িয়েছে। গুজরাত ও ওড়িশাতে মোট আক্রান্ত ৮০ হাজারের ঘরে। রাজস্থানে সংখ্যাটা ৭৩ হাজার। কেরল, হরিয়ানা ও মধ্যপ্রদেশে মোট আক্রান্ত ৫০ হাজার পেরিয়েছে। পঞ্জাব ও জম্ম ও কাশ্মীরে মোট আক্রান্ত ৪০ ও ৩০ হাজারের ঘরে। এর পর ক্রমান্বয়ে রয়েছে, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ়, উত্তরাখণ্ড, গোয়া, পুদুচেরী। ত্রিপুরা, মণিপুর, হিমাচল প্রদেশ, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশের মতো রাজ্যে মোট আক্রান্ত ১০ হাজারের কম।
পশ্চিমবঙ্গে দৈনিক নতুন করোনা সংক্রমণ তিন হাজারের আশেপাশে ঘোরাফেরা করছে। মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুসারে, নতুন করে ২ হাজার ৯৬৪ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্ত হলেন ১ লক্ষ ৪৪ হাজার ৮০১ জন। এ মধ্যে ১ লক্ষ ১৪ হাজার ৫৪৩ জন সুস্থও হয়েছেন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৫৮ জনের। করোনার কবলে এ রাজ্যে এখনও অবধি প্রাণ হারিয়েছেন ২ হাজার ৯০৯ জন। ##