Home স্বাস্থ্য ও চিকিৎসা বৈশ্বিক করোনা মহামারির গতি কমলেও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বেড়েছে

বৈশ্বিক করোনা মহামারির গতি কমলেও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বেড়েছে

উম্মাহ ডেস্ক:

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, করোনার প্রাদুর্ভাব এখনো বেড়েই চলেছে। তবে বৈশ্বিক করোনা পরিস্থিতি বিবেচনায় আগের তুলনায় ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর গতি কিছুটা কমেছে। কিন্তু দক্ষিণ-পূর্ব এশিয়া ও পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে করোনার সংক্রমণ এবং ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে।

নিয়মিত ব্রিফিংয়ে গতকাল মঙ্গলবার এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। খবর রয়টার্সের।

ডব্লিউএইচওর প্রধান ট্রেডস আধানম গ্যাব্রিয়েসুস বলেছেন, আমেরিকা মহাদেশ, আফ্রিকা ও পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে করোনার সংক্রমণ কমেছে, তবে দক্ষিণ-পূর্ব এশিয়া ও পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে বেড়েছে। ডব্লিউএইচও জানিয়েছে, ভারতে গতকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। ফলে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ৩১ হাজার ছাড়িয়েছে। ভারতে গত সোমবার একদিনে মৃতের সংখ্যা এগারোশর বেশি হওয়ায় দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬০ হাজার জনে।

আরও পড়তে পারেন-

এদিকে, পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের অবরুদ্ধ ভূখণ্ড গাজা লকডাউন করা হয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ২৪টি অঙ্গরাজ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তিন হাজার ৩০০ শিক্ষক-শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন।

বৈশ্বিক আক্রান্তের সংখ্যা  দুই কোটি ৪০ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা আট লাখ ২৩ হাজারের  বেশি  দাঁড়িয়েছে। ##

উম্মাহ২৪ডটকম:এফইউবি

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন