প্রশ্ন: মুহতারাম মুফতি সাহেব হুজুর, বর্তমান বাজারে অনেক ধরনের পশু-পাখি বেচাকেনা করা হয়। এর মাঝে বিড়ালও বেচাকেনা হয়। প্রশ্ন হলো- বিড়াল বেচাকেনা শরীয়তের দৃষ্টিতে জায়েয আছে কি?
– আমিনুল ইসলাম
উত্তরঃ বিড়াল মানুষের বেশ কিছু উপকারে আসে। যেমন- ইঁদুর নিয়ন্ত্রণে সহায়তা, ঘর/বাসায় সাপ ইত্যাদির ন্যায় ক্ষতিকর জন্তু আসলে বিড়াল সেগুলোকে প্রতিহত করে। এ ধরণের উপকারিতার প্রতি লক্ষ্য করে ফুক্বাহায়ে কেরাম বিড়াল ক্রয়-বিক্রিয় জায়েয বলেছেন।
তথ্যসূত্র-
- হিদায়া,খণ্ড-৩,পৃষ্ঠা :১০১
- মাজমাউল আনহুর , খণ্ড-৩,পৃষ্ঠা :১৫১-১৫২
- দুররুল মুখতার মা’আশ শামী, খণ্ড-৫,পৃষ্ঠা : ২২৬-২২৭
ফতোয়া দিয়েছেন- মুফতী মুহিউদ্দীন মাছূম
প্রধান মুফতী- জামিয়া সুবহানিয়া মাহমূদনগর, তুরাগ, ঢাকা ও জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা।
উম্মাহ২৪ডটকম:এমএ
উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com