প্রশ্ন: তাসলীমবাদ, মুহতারাম মুফতি সাহেব হুজুর, অপনার কাছে দুটি বিষয় জানার ছিল।
(১) কোন ব্যক্তি যদি তার জীবদ্দশায় নিজের পুত্র ও কন্যা সন্তানদের মাঝে স্বীয় সম্পত্তি বণ্টন করে দিতে চায়, শরীয়তের দৃষ্টিতে এ বন্টনের পদ্বতি কী হবে?
(২) উদাহরণ স্বরূপ ফাহীমা নামক এক নারী মৃত্যুবরণ করেন । তার ওয়ারিস হিসেবে আছে- স্বামী, ফাহীমার মা, ১ ভাই, ১ বোন। এখন তার রেখে যাওয়া সম্পত্তি থেকে কে কতটুকু পাবে, অনুগ্রহ করে শরীয়তের আলোকে জানাবেন।
আরও পড়তে পারেন-
- ফেসবুক হ্যাক হওয়া ঠেকাতে যা করতে হবে
- ‘দেশবাসীর সন্দেহ দূর করতে শ্রিংলার সাথে বৈঠকের সবিস্তার প্রকাশ করতে হবে
- ইসলামে অহেতুক বাড়াবাড়ির কোন সুযোগ নেই
- নতুনধারার এক রাজতন্ত্রে প্রবেশ করলো শ্রী লঙ্কা
- রেড মিট বা লাল মাংস: মানব দেহের জন্য কতটা ক্ষতিকর?
জবাবঃ (১) কোন ব্যক্তি নিজ জীবদ্দশায় পুত্র ও কন্যা সন্তানের মাঝে মাঝে স্বীয় সম্পদ বণ্টন করতে চাইলে পুত্র সন্তানকে সম্পদের দুই ভাগ এবং কন্যা সন্তানকে এক ভাগ, এ পদ্বতিতে বণ্টন করা জায়েয আছে।
তবে উত্তম হলো- ছেলে মেয়ে উভয়কে সমান হারে দেয়া। অর্থাৎ- ছেলেকে যতটুকু মেয়েকেও ততটুকু দেয়া উত্তম। এ সূরাতে যদি কোন সন্তান আর্থিকভাবে খুব দুর্বল হয় বা আমল-আখলাকে এবং মাতা-পিতার সাথে আচার-আচরণে ভালো হয়, চাইলে তাকে কিছুটা বেশী দেয়ারও সুযোগ আছে। তবে লক্ষ্য রাখতেহবে, কোন সন্তানকে কিছুটা বেশী দেয়া বা কোন সন্তানকে ক্ষতিগ্রস্তের উদ্দেশ্য যেন না থাকে । এমন হলে বণ্টনে কম বেশী করা নাজায়েয হবে।
জবাব- (২): মিরাস বণ্টন
ফাহীমার রেখে যাওয়া সম্পদ থেকে তার কাফন-দাফনের খরচ ও ঋণ থাকলে ঋণ পরিশোধ করার পর তার কোন জায়েয ওয়াসিয়াত থাকলে অবশিষ্ট সম্পদের এক তৃতীয়াংশ থেকে ওয়াসিয়াত থাকলে সেটা পূর্ণ করার পর স্থাবর-অস্থাবর সব সস্পত্তি ১৮ ভাগ করে, সেখান থেকে ৯ ভাগ পাবেন স্বামী, ৩ ভাগ পাবেন মা, ৪ ভাগ পাবেন ভাই এবং ২ ভাগ পাবেন বোন।
তথ্যসূত্র-
- দুররুল মুখতার মা’আশ শামী, খণ্ড- ৫, পৃষ্ঠা- ৬৯৬
- বাদায়েউস সানায়ে , খণ্ড- ৬, পৃষ্ঠা, ১২৭ (সাঈদ, করাচী)
- উমদাতুল ক্বারী , খণ্ড- ৬, পৃষ্ঠা- ১৪৬ (দারুল ফিকর্ বৈরুত)
- খুলাসাতুল ফাতাওয়া, খণ্ড- ৪, পৃষ্ঠা- ৪০০
- ফাতাওয়ায়ে উসমানী, খণ্ড- ৩, পৃষ্ঠা- ৪৪৮-৪৬৭
- ফাতাওয়ায়ে মাহমূদিয়্যা, খণ্ড- ২৫, পৃষ্ঠা- ৪২২-৪২৩
ফতোয়া দিয়েছেন- মুফতী মুহিউদ্দীন মাছূম
প্রধান মুফতী- জামিয়া সুবহানিয়া মাহমূদনগর, তুরাগ, ঢাকা ও জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা।
উম্মাহ২৪ডটকম:এমএ
উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com