নেত্রকোনার হাওড়ে ভয়াবহ ট্রলার ডুবিতে ১৮ নিহতের পরিবারে আর্থিক সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছে কেন্দ্রীয় যুব জমিয়ত বাংলাদেশ।
মঙ্গলবার (১১ আগস্ট) কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল নিহতদের পরিবারের সাথে সাক্ষাত করে গভীর সমবেদনা প্রকাশ করে তাদের সার্বিক খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় নেতৃবৃন্দ এলাকাবাসীকে নিয়ে নিহতদের কবর জিয়ারত করেন ও শহীদদের মাগফিরাত কামনা করে দোয়া-মুনাজাত করেন।
সংগঠনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, যুব জমিয়ত কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জনপ্রিয় তরুণ আলেম মাওলানা জাবের কাসেমী, মাওলানা আখতারুজ্জামান তালুকদার, সাধারণ সম্পাদক ইসহাক কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল বাকি, ঢাকা মহানগরী সভাপতি সাইফুদ্দিন ইউসুফ ফাহিম, কেন্দ্রীয় সদস্য মাওলানা নুরুদ্দিন সরকার, ছাত্র জমিয়ত ময়মনসিংহ জেলার সাবেক সভাপতি মাওলানা মুতিউর রহমান, সাবেক ছাত্র নেতা মাওলানা মুক্তাদির, ছাত্র জমিয়ত ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আলিম প্রমুখ।
উম্মাহ২৪ডটকম:এমএমএ
উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com