প্রশ্ন: এক ব্যক্তির উপর গত বৎসরও কুরবানী ওয়াজিব ছিল। কিন্তু তিনি গত বৎসর কুরবানী আদায় করেননি। এখন তিনি চাচ্ছেন, আসন্ন কুরবানীতে গরু/মহিষের দুই অংশে শরীক দিতে। একাংশ এ বৎসরের কুরবানীর জন্য, আরেকাংশ গত বৎসরের কুরবানীর ক্বাযা হিসাবে।
এখন প্রশ্ন হলো- এভাবে কুরবানী করার দ্বারা তার এ-বৎসর ও গত বৎসরের কুরবানী আদায় হবে কি?
উত্তর: উক্ত ব্যক্তি এ বৎসরের কুরবানীর জন্য একটি ছাগল অথবা অন্যের সঙ্গে গরু/মহিষের এক সপ্তামাংশ নিয়ে কুরবানী করতে পারেন। বিগত বৎসরের কুরবানী ক্বাযার জন্য এক বৎসর বা তার চেয়ে বেশী বয়সী মধ্যম ধরণের একটি ছাগলের মূল্য ফকীর/মিসকীনকে সদক্বা করা তার উপর ওয়াজিব। বিগত বৎসরের কুরবানীর ক্বাযার জন্য এ বৎসর কোন পশু কুরবানী করলে বিগত বৎসরের কুরবানীর ক্বাযা হবে না। বরং পশুর মূল্যই সদকা করতে হবে।
পশুর মূল্য সদকা না করে যদি কারো সঙ্গে মিলে গরু/মহিষের মাঝে বিগত বৎসরের কুরবানীর ক্বাফারার জন্য অংশ নেয়, তাতে বিগত বৎসরের কুরবানীর ক্বাযা আদায় হবে না। অন্য যারা এ বৎসরের কুরবানীর নিয়্যাতে এ পশুর মাঝে অংশ নিয়েছে, তাদের কুরবানী আদায় হয়ে যাবে।
তবে এ পশুতে কুরবানীদাতাগণ কেউ এ কুরবানীর পশুর গোস্ত ভোগ করতে পারবেন না। সম্পূর্ণ গোস্ত ফকীর/মিসকীনদের মাঝে বন্টণ করে দিতে হবে। (সূত্র- ফাতাওয়ায়ে শামী, খণ্ড- ৬, পৃষ্ঠা- ৩২১-৩২৬, ফাতাওয়ায়ে রহীমিয়্যাহ, খ- ২, পৃষ্ঠা- ৮২)।
সমাধান দিয়েছেন- আল্লামা মুফতি জসিমুদ্দীন (দা.বা.)
মুফতি, মুহাদ্দিস, মুফাসসির- জামিয়া আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রাম।
উম্মাহ২৪ডটকম:এমএমএ
উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com