।। মালেকা ফেরদৌস ।।
এ কেমন কাল বল,- করোনার কাল!
জানালাই পৃথিবী এখন, আকাশে
পাখির ঝাঁক,কখনো সজল সবুজ
বৃক্ষের ঘ্রাণ টেনে নেয় দূরে,মগজে
ডালপালা মেলে দেয়, যেন কেউ দেখে
চুপিসারে,ভোরবেলা সুগন্ধি মসল্লার
বাসে ভরে চারদিক,পাশের বাসার
শিশুটি কাঁদে,- ওর কান্নার ভাষা বুঝি।
কখনো বৃষ্টির দেখা পাই সুকোমল
জল, আন্দোলিত হই বটে গভীর
আবেগে, শশব্যস্ত চড়ুই একজোড়া,
শাদা কিছু মেঘ আলাপ জুড়ে দেয় কোন
কোনদিন,কর্মহীন সারাদিন- নদী
বুঝি ঢেউ তোলে আমার দরোজায়,-
পেছনে সংসার, ছিটকে যেন পড়ি আমি
অন্য কোনখানে- কোন গ্রহের জমিনে!
উম্মাহ২৪ডটকম:এমএমএ
উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com