প্রশ্ন: অনলাইনে কোন কোন পশু ব্যবসায়ী ক্রেতাদেরকে এই সুবিধার আশ্বাসও দিয়ে থাকেন যে, যদি আপনার বাসায় নিয়ে কুরবানীর পশু জবাই দিতে সমস্যাবোধ করেন, তাহলে আমরা আপনার কুরবানীর পশু আমাদের তত্ত্বাবধানে জবাই করে আপনার ঠিকানায় গোস্ত পৌঁছে দিব।
এখন প্রশ্ন হলো, এভাবে কোরবানী জায়েয হবে কি?
জবাব: বিক্রেতা নিজ দায়িত্বে কুরবানীর পশু জবাই করে ক্রেতার বাসায় গোস্ত পৌঁছে দেয়ার আশ্বাস পূরণ করার শর্তে ক্রেতা বিক্রেতার কাছ থেকে যদি পশু ক্রয় করেন, তাহলে শরীআতের দৃষ্টিতে এই ক্রয়-বিক্রয় জায়েয হবে না।
অতএব, এধরনের বেচা-কেনার মাধ্যমে ক্রয়কৃত পশুদ্বারা কুরবানীও ঠিক হবে না।
তবে বিক্রেতার পক্ষ থেকে যে আশ্বাসটা দেয়া হয়েছে, এটাকে যদি তার পক্ষ থেকে শুধু ওয়াদা ধরা হয় এবং এই ওয়াদা পূরণ করা না করা বিক্রেতার বিষয়। বিক্রেতার কৃত ওয়াদা পূরণ করবে কি-না, তার মর্জির বিষয়।
আরো পড়তে পারেন- ‘অনলাইনে পশু ক্রয়-বিক্রয় জায়েয হবে কি?’
ক্রেতা বিক্রেতার ওয়াদা পূরণের শর্ত না করে নিজ পছন্দের পশু বিক্রেতার কাছ থেকে ক্রয় করে এবং ক্রয়ের কাজ সম্পন্ন করার পর বিক্রেতাকে তার ওয়াদা ও আশ্বাসের কথা স্বরণ করিয়ে দেয় যে, ভাই! আপনি তো এরকম ওয়াদা করেছেন। এরপর যদি বিক্রেতা কৃত ওয়াদা মেনে নেয়, তখন এই ক্রয়-বিক্রয় শরীআতের আলোকে জায়েয বা বৈধ বলে বিবেচিত হবে এবং বিক্রেতার উপর ওয়াদা পূরণের দায়িত্বও বর্তাবে। ( সূত্র- ফাতাওয়ায়ে শামী, খণ্ড- পৃষ্ঠা- ৮৪)।
এখানে আরো একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন মনে করি যে, অনলাইনে যারা কুরবানীর পশু ক্রয় করে বিক্রেতার কাছ থেকে নিজে গিয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে ক্রয়কৃত পশু বুঝে গ্রহণ করার পরে বিক্রেতার ওয়াদা অনুযায়ী তার কাছে ঈদের দিন জবাই করে দেয়ার জন্য রেখে আসা হয়। ঘটনাক্রমে যদি এই পশু ঈদের দিন কুরবানীর পূর্বে মারা যায়, অথবা চুরি হয়ে যায়, তাতে ক্রেতার মাল নষ্ট হয়েছে বলে গন্য হবে। বিক্রেতার কোন অবহেলা না হলে তার উপর কোন জরিমানাও বর্তাবে না।
আর যদি ক্রেতা অনলাইনে ক্রয়ের কাজ সম্পন্ন করে নিজে গিয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে ক্রয়কৃত পশু বুঝে না নিয়েই বিক্রেতার কাছে তার ওয়াদা অনুযায়ী ঈদের দিন জবাই করে দেয়ার জন্য রেখে দেযন, আর ঈদের দিন কুরবানীর আগেই পশুটি মারা যায় অথবা চুরি হয়ে যায়, তখন এটা বিক্রেতার মাল নষ্ট হয়েছে বলে গন্য হবে।
বিক্রেতা যদি ক্রেতার কাছ থেকে পশুর মুল্য উসূল করে থাকেন, আর এখন ক্রেতা তা ফেরত চায়, শরীআতের দৃষ্টিতে বিক্রেতা গরু বিক্রি বাবদ গৃহীত টাকা ফেরত দিতে হবে। (সূত্র- ফাতাওয়ায়ে শামী, খণ্ড- ৪ পৃষ্ঠা- ৫৬০, ফাতাওয়ায়ে উসমানী, খণ্ড- ৩ পৃষ্ঠা- ৮২/৮৩)।
সমাধান দিয়েছেন-
– আল্লামা মুফতি জসিমুদ্দীন
মুফতি, মুহাদ্দিস, মুফাসসির ও সহযোগী পরিচালক- জামিয়া আহলিয়া দারুল উলূম হাটহাজারী, চট্টগ্রাম এবং মহাসচিব- নূরানী তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ।
উম্মাহ২৪ডটকম:এমএমএ