।। মালেকা ফেরদৌস ।।
একশ’টি শাদা গোলাপ রেখে আসতে চাই
একচক্ষু নখদন্তহীন জাতীসংঘের বারান্দায়।
বিশ্ব মানবতার জন্য, কৃঞ্চকায় ফ্লয়েডের জন্য,
পূর্বপুরুষ যারা ক্রীতদাস ছিলেন তাদের জন্য,
সহস্র বছর ধরে শাদা বিশ্বের সাথে লড়ছে যারা
তাদের জন্য, বর্ণবাদের ঘৃণ্য অভিশাপের বিরুদ্ধে
আমাদের কণ্ঠে উচ্চারিত হোক- আমরা মানুষ!
‘আমি নিঃশ্বাস নিতে পারছি না
আমি নিঃশ্বাস নিতে পারছি না… ’
সাম্যের সুরে গেয়ে ওঠো হে হৃদয়বান মানুষেরা-
আমরাও মানুষ, কষ্টের তরঙ্গ ভেদ করে বাঁচতে চাই!
প্রিয় কবির মত আমারও একটু কাঁদতে ইচ্ছে করে
শাদা বক জাতিসংঘের বারান্দায় বসে।