।। মালেকা ফেরদৌস ।।
কল্লোল মুখর ঝিলামের তীরে দাঁড়িয়ে
হাত ছুঁয়েছিলে সেই কবে
অকস্মাৎ কিছু পাখি
গোলাপের মত বিস্ময় ছড়িয়ে দিল
ওপাড়ে নীল পাহাড়ের বরফ চুড়ায়,
বিকেলের শেষ আলো
উইলো,পপলার বৃক্ষের ছায়া
ঝিলামের জলে,
পেছনে হযরত বাল।
বলে ছিলে ফের দেখা হবে-
একটা স্বাধীন দেশ,
একটা পতাকা থাকবে
তখন -ঠিক তোমাদের মত।
জানতে ইচ্ছে করে- তুমি কেমন আছ?
আবার কবে ফুল আর ফলের ঝুড়ি নিয়ে
বন্ধুকে দেখতে আসবে?
কবে স্বচ্ছ ডালের জলে
ফুটবে প্রথম ভোরের আলো?