যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনি শিক্ষার্থীকে গ্রেপ্তারের নিন্দা জানাতে ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারে প্রতিবাদ করেন বিক্ষোভকারীরা। এ সময় সেখান থেকে প্রায় ১০০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাদের আটক করা হয়। খবর সিএনএন।
গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে নিউইয়র্কের বিশ্ববিখ্যাত কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থিরা বিক্ষোভ করার অভিযোগে শনিবার গ্রেপ্তার করা হয় মাহমুদ খলিলকে নামে এক শিক্ষার্থীকে। ফিলিস্তিনপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে নিজ দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে ইহুদিপন্থি সংগঠন ‘জিউইশ ভয়েস ফর পিস’। দুপুরের কিছুক্ষণ পরেই ট্রাম্প টাওয়ারে লাল সার্ট পড়ে জড়ো হন বিক্ষোভকারীরা।
আরও পড়তে পারেন-
- ঋণ বা ধারকর্য পরিশোধে ইসলামের বিধান
- ইতিহাসে আল্লামা আহমদ শফী
- মেধাবী, আন্তরিক ও নিষ্ঠাবান শিক্ষক ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়
- ইগো প্রবলেম নিয়ে যত কথা
- সামাজিক সম্পর্ক সুদৃঢ় রাখতে ইসলামের নির্দেশনা
এ সময় মাহমুদ খলিলকে মুক্ত করো স্লোগান দিতে থাকেন তারা। ‘আর কখনও কেউ নয়’ এবং ‘ইহুদিরা মেনে নেবে না’ লেখা ব্যানার উড়িয়ে দেন।
নিউইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, প্রায় ৩ শতাধিক বিক্ষোভকারীর মধ্যে ৯৮ জনকে গ্রেপ্তার কর হয়। তবে কোনো আহত বা সম্পত্তির ক্ষতির খবর পাওয়া যায়নি।
শনিবার নিউইয়র্কে গ্রেপ্তারের পর লুইসিয়ানায় অভিবাসন হেফাজতে রাখা হয় খলিলকে। এই গ্রেপ্তারের পর ডেমোক্র্যাটিক আইন প্রণেতারা, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত এবং নাগরিক স্বাধীনতার সমর্থকরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
উম্মাহ২৪ডটকম: এমএ