Home অন্যান্য খবর দাদার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আছিয়া

দাদার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আছিয়া

মাগুরায় ধর্ষণ ও নির্যাতনে মারা যাওয়া আট বছরের শিশু আছিয়ার লাশ দাফন করা হয়েছে। বৃহস্পতিবার দ্বিতীয় জানাজার শেষে রাত সাড়ে আটটায় সোনাইকুন্ডী সম্মিলিত কবরস্থানে দাদার কবরের পাশে তাকে দাফন করা হয় ।

চাঞ্চল্যকর আট বছরের শিশু আছিয়া ধর্ষণের মৃত্যুর ঘটনায় সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে,একই সাথে আছিয়ার গ্রামের বাড়ি মাগুরা জেলা শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে শোকে স্তব্ধ হয়ে গেছে মানুষ।

ঢাকা থেকে নিজের জেলা মাগুরাতে ফেরার পর মাগুরা নোমানী ময়দানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।প্রথম জানাজা শেষে তার গ্রামের বাড়ি জারিয়া গ্রামের পাশে সোনাইকুন্ডী প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানা যায় অনুষ্ঠিত হয়। জানাজার প্রথম সারিতে কফিনের পাশে তার পিতাকে নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ।

আরও পড়তে পারেন-

এতে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম পুলিশ সুপার মিনা মাহমুদা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি আলী আহমেদ, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন খান ও উপজেলার বিএনপি’র নেতৃবৃন্দসহ অন্যান্যদের মধ্যে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখি ব্যানার্জি, মাগুরা সেনা ক্যাম্পের সেনা সদস্যরাসহ হাজার হাজার লোকজন এ জানাজায় অংশগ্রহণ করে।

এ ব্যাপারে এলাকাবাসীর মোহাম্মদ আব্দুল খালেক জানান আমরা অনতিবিলম্বে এই ধর্ষকের ফাঁসি চাই।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।