ফ্যাসিবাদের দোসরদের হাত থেকে গণমাধ্যম এখনও ‘স্বাধীন’ হয়নি। আওয়ামী-ভারতীয় এজেন্টমুক্ত গণমাধ্যমের স্বপ্ন আমাদের এখনও অপূর্ণ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির।
শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে শিশির এ ক্ষোভ প্রকাশ করেন। বৃহস্পতিবার এখন টেলিভিশনের এক উপস্থাপিকা লাইভে নাগরিক পার্টির নেতা সারজিস আলমকে শুয়োর বলে গালি দেওয়ায় তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
জয়নাল আবেদীন শিশির বলেন, নাগরিক পার্টির শীর্ষ নেতা সারজিস আলমকে নিয়ে একটি টেলিভিশন চ্যানেলের এক উপস্থাপিকার আপত্তিকর মন্তব্যই প্রমাণ করে—দেশের গণমাধ্যমে কতটা গণঅভ্যুত্থানবিরোধী জনবল রয়েছে! আওয়ামী এজেন্টদের দৌরাত্ম্য কতটা গভীরে প্রোথিত, তা সহজেই অনুমেয়।
আরও পড়তে পারেন-
- ঋণ বা ধারকর্য পরিশোধে ইসলামের বিধান
- ইতিহাসে আল্লামা আহমদ শফী
- মেধাবী, আন্তরিক ও নিষ্ঠাবান শিক্ষক ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়
- ইগো প্রবলেম নিয়ে যত কথা
- সামাজিক সম্পর্ক সুদৃঢ় রাখতে ইসলামের নির্দেশনা
তবে ঘটনার পরপরই এখন টেলিভিশন ওই উপস্থাপিকাসহ সংশ্লিষ্ট তিনজনকে চাকরিচ্যুত করেছে বলে জানতে পেরেছি। এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।
‘একই সঙ্গে, পুরো গণমাধ্যমকে হাসিনার দোসরদের হাত থেকে মুক্ত করার জোরালো দাবি জানাচ্ছি। সরকার বাহাদুরের প্রতি আহ্বান—এবার ঘুম ভাঙান।
উম্মাহ২৪ডটকম: এমএ