Home জাতীয় বেঁচে নেই আছিয়া, ধর্ষকের বিচার দাবিতে উত্তাল সোশ্যাল মিডিয়া

বেঁচে নেই আছিয়া, ধর্ষকের বিচার দাবিতে উত্তাল সোশ্যাল মিডিয়া

বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হওয়া মাগুরার ৮ বছরের ছোট্ট শিশু আছিয়া আর বেঁচে নেই। আজ দুপুর একটার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। আছিয়ার মারা যাওয়ার খবরে উত্তাল সারাদেশ। ধর্ষকের দ্রুত বিচার দাবিতে ক্ষোভে ফুঁসছে সোশ্যাল মিডিয়া।

তাসফিয়া জান্নাত নামের একজন ফেসবুকে লিখেছেন, ‘আছিয়াকে বাঁচতে দিলো না নোংরা মনের শয়তান গুলো। এসব অমানুষদের দ্রুত ফাঁসিতে ঝোলানো হোক।’ মামুন নামের একজন লিখেছেন, ‘এটা আছিয়ার মৃত্যু নয় এটা বাংলাদেশের মৃত্যু বাংলাদেশের বিবেকের মৃত্যু বাংলাদেশের মানুষের মৃত্যু। আছিয়া ধর্ষকদের দ্রুত বিচার কার্যকর করা হোক।’

আছিয়ার বোনের বক্তব্য অনুযায়ী তার শশুর হিটু শেখ ও স্বামী সজিব হোসেন জড়িত এই ধর্ষণ কাণ্ডে। তার স্বামীর সাহায্যেই শশুর হিটু শেখ এমন নেক্করজনক ঘটনা ঘটায়। ইতিমধ্যে শিশুটির বোনের শশুর ও স্বামীকে রিমান্ডে নিয়েছে পুলিশ। এই মামলার এক নম্বর আসামি হিটু শেখকে ৭ দিন এবং শিশুটির দুলাভাই সজীব হোসেনসহ রাতুল শেখ ও জাবেদা বেগমের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আরও পড়তে পারেন-

এদিকে ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ধর্ষণের এই ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার জন্য নির্দেশ দিয়েছেন তিনি। এই ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ আর্মি। তাদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে আছিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তারা শোক প্রকাশ করে এবং আছিয়ার পরিবারকে সব ধরণের সহযোগিতা করার কথাও জানায়।

ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর গোটা দেশকে নাড়িয়ে দেয়ার মত ঘটনা মাগুরার এই ধর্ষণকাণ্ড। কবে জাগবে বিবেক? কবে মানুষ হবে এসব ধর্ষক নামধারী নরপিশাচরা? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মনে। দ্রুত বিচার হবে আছিয়ার ধর্ষণের সাথে জড়িত সকলের এমন দাবি এখন দেশের প্রতিটি সচেতন নাগরিকের।

উম্মাহ২৪ডটকম: আইএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।