Home জাতীয় বিদেশে পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে শিগগিরই অধ্যাদেশ

বিদেশে পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে শিগগিরই অধ্যাদেশ

বিদেশে পাচার হওয়া কয়েক শ কোটি ডলার ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। চলতি বছরেই এই অর্থ ফেরত আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। এ বিষয়ে আইনি কাঠামো শক্তিশালী করতে শিগগিরই একটি বিশেষ অধ্যাদেশ জারি করা হবে।

মঙ্গলবার (১১ মার্চ) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, “পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে আমাদের কিছু আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এর জন্য একটি বিশেষ আইন করা হবে, যা শিগগিরই অধ্যাদেশ আকারে জারি হবে।” তিনি আরও জানান, আগামী মাসের মধ্যেই এই উদ্যোগের দৃশ্যমান অগ্রগতি হবে।

অর্থ ফেরত আনার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এরই অংশ হিসেবে প্রায় ২০০টি আইনি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করা হয়েছে, যার মধ্যে ৩০টির সঙ্গে চুক্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য হলো পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফেরত এনে দেশের অর্থনীতিতে পুনঃসংযুক্ত করা।

আরও পড়তে পারেন-

এদিকে, সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার প্রক্রিয়া ত্বরান্বিত করতে একটি বিশেষ আইন অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, “প্রফেসর ইউনূস প্রথম থেকেই বলে আসছেন যে এটি বাংলাদেশের জনগণের টাকা, যা ফিরিয়ে আনা আমাদের প্রধান অগ্রাধিকার।”

এর আগে, গত সেপ্টেম্বর মাসে সেন্ট্রাল ব্যাংকের গভর্নরের নেতৃত্বে ১১ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়, যার মূল লক্ষ্য পাচার হওয়া অর্থ উদ্ধার করা। এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হবে এবং অর্থপাচার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।