Home রাজনীতি বৃহত্তর উত্তরায় বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশতাধিক সদস্যের জমিয়তে যোগদান

বৃহত্তর উত্তরায় বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশতাধিক সদস্যের জমিয়তে যোগদান

বৃহত্তর উত্তরার শীর্ষ আলেম জমিয়ত নেতা মুফতি কিফায়েতুল্লাহ আযহারীর হাতে সদস্য ফরম কেটে প্রায় অর্ধশতাধিক আলেম ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনুষ্ঠানিকভাবে জমিয়ত ও যুব জমিয়তে যোগদান করেছেন।

শনিবার (৮ মার্চ) বিকেল ৩টায় রাজধানীর জামিয়াতুল মানহাল আল-কওমিয়া উত্তরায় এ যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী। এসময় তিনি নবাগত সদস্যদের উদ্দেশ্যে জমিয়তের লক্ষ্য ও কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

আরও পড়তে পারেন-

নবাগত সদস্যরা জমিয়তের নীতি ও আদর্শের প্রতি অঙ্গীকারবদ্ধ হয়ে সংগঠনের কার্যক্রমকে বেগবান করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আল্লাহর জমিনে আল্লাহর নেযাম বাস্তবায়নের জন্য আমরা নিরলস পরিশ্রম করবো, ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের দাওয়া বিষয়ক সম্পাদক মুফতি মহিউদ্দিন মাসুম, তুরাগ থানা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আহমদ শফী, যুব জমিয়ত বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল, সাংগঠনিক সম্পাদক চৌধুরী নাসির আহমদ প্রমুখ।

উম্মাহ২৪ডটকম: আইএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।