ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধর্ষণের বিচার ও নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে উত্তাল বিক্ষোভ করেছেন। বিশেষ করে মাগুরার ৮ বছরের শিশু আসিয়াসহ একাধিক ধর্ষণের ঘটনায় বিচারহীনতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কারণে শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেন। শনিবার (৮ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা একত্রিত হয়ে এ বিক্ষোভ শুরু করেন।
শিক্ষার্থীরা প্রথমে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। রাত ১২টার দিকে সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা একটি মিছিল বের করলে, পরে অন্যান্য হলের শিক্ষার্থীরা তাতে যোগ দেন। রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে তারা ধর্ষকদের শাস্তি ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন। উপস্থিত শিক্ষার্থীরা ‘এক দুই তিন চার, জাহাঙ্গীর গদি ছাড়’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’—এমন নানা স্লোগান দেন।
বিক্ষোভে শিক্ষার্থীরা অভিযোগ করেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ক্রমাগত বাড়ছে, কিন্তু ধর্ষকদের শাস্তি নিশ্চিত করা হয়নি। বরং অপরাধীরা জামিনে মুক্ত হয়ে অবাধে ঘুরে বেড়াচ্ছে। তারা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এবং তার পদত্যাগ ছাড়া এর সমাধান সম্ভব নয়।
আরও পড়তে পারেন-
- ঋণ বা ধারকর্য পরিশোধে ইসলামের বিধান
- ইতিহাসে আল্লামা আহমদ শফী
- মেধাবী, আন্তরিক ও নিষ্ঠাবান শিক্ষক ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়
- ইগো প্রবলেম নিয়ে যত কথা
- সামাজিক সম্পর্ক সুদৃঢ় রাখতে ইসলামের নির্দেশনা
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, “আমরা বহুদিন ধরে বিচারহীনতার সংস্কৃতি দেখে আসছি। কিন্তু এবার আর সহ্য করব না। আমরা চাই ধর্ষকদের দ্রুত বিচার নিশ্চিত হোক এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।”
শিক্ষার্থীদের এই বিক্ষোভ একটি বড় বার্তা দিয়েছে যে, বিচারহীনতা আর অবহেলা মেনে নেওয়া হবে না। তারা পরবর্তী কর্মসূচির ঘোষণা দিয়ে জানান, ধর্ষণের বিরুদ্ধে তাদের আন্দোলন চলবে এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না।
উম্মাহ২৪ডটকম: আইএ