Home শীর্ষ সংবাদ নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেপ্তার

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেপ্তার

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ৩৬ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। নিষিদ্ধ এই সংগঠনটির বিরুদ্ধে চলমান গ্রেপ্তার অভিযানের অংশ হিসেবে শনিবার পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র পুলিশ প্রধান বাহারুল আলমের বরাতে ৩৬ জন গ্রেপ্তারের কথা জানায়।

ডিএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও উত্তরখান এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ হেলাল উদ্দিন (৪৫), আসাদুজ্জামান নুর (১৮), তানিম সিকদার সিহাব (১৮) ও আহমেদ নাসিফ করিম ওরফে কাব্য (১৮)।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩ টায় মোহাম্মদপুর, আদাবর ও উত্তরখান এলাকায় সিটিটিসির একাধিক টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

আরও পড়তে পারেন-

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন-২০০৯ (সংশোধনী-২০১৩) এ মামলা দায়ের করা হচ্ছে বলে ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে শুক্রবার রাজধানীতে ডিবি পুলিশসহ ডিএমপির বিভিন্ন থানা পুলিশ হিজবুত তাহরীরের সদস্যদের গ্রেপ্তার অভিযান শুরু করে।

শুক্রবার পুরানা পল্টনের বিজয়নগর এলাকায় পুলিশের উপর হামলা করার পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ হিজবুত তাহরীরের বিরুদ্ধে অভিযান জোরদার করে আইন-শৃঙ্খলা বাহিনী। তারই ধারাবাহিকতায় তাদেরকে গ্রেপ্তার করা হলো।

উম্মাহ২৪ডটকম: আইএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।