রাজধানীর ভাষানটেক এলাকার আবুলের বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আধাঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম জানান, বেলা ১১টায় আগুনের খবর পেয়ে ১১টা ১৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। মিরপুর ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের মোট ৫ ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
বেলা ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য দিতে পারেননি তিনি।
বস্তির বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সিরাজুল ইসলাম বলেন, একটি ঘরে প্রথমে আগুন লাগে। আমরা প্রায় নিভিয়ে ফেলেছিলাম।
কিন্তু তখনই একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকজন আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের সময় বস্তির লোকজন তাদের জিনিসপত্র সরিয়ে নিতে শুরু করেন। ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনা সদস্যরা।
আরও পড়তে পারেন-
- ঋণ বা ধারকর্য পরিশোধে ইসলামের বিধান
- ইতিহাসে আল্লামা আহমদ শফী
- মেধাবী, আন্তরিক ও নিষ্ঠাবান শিক্ষক ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়
- ইগো প্রবলেম নিয়ে যত কথা
- সামাজিক সম্পর্ক সুদৃঢ় রাখতে ইসলামের নির্দেশনা
বস্তির বাসিন্দা নুরুল ইসলাম বলেন, সেখানে তার একটি দোকান আছে। ঘটনার সময় তিনি সিএনজি অটোরিকশা চালাতে বেরিয়েছিলেন। ছেলে কলেজে যায়। দোকানে তখন তার স্ত্রী ছিল। অগ্নিকাণ্ডের সুযোগে লোকজন দোকানটিতে লুটপাট চালিয়েছে।
উম্মাহ২৪ডটকম: আইএ