প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাইফুল আলমের বাসা থেকে ২ কোটি ৪৫ লাখ টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। ২৭ ফেব্রুয়ারি দুদকের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে টাকা উদ্ধার করে।
মহাপরিচালক বলেন, ‘তার (সাইফুল আলম) বিরুদ্ধে দুদকে একটি অনুসন্ধান চলমান রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ ফেব্রুয়ারি ক্যান্টনমেন্ট তার বাসা থেকে দু’কোটি ৪৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। যা জব্দ করা হয়েছে।
আরও পড়তে পারেন-
- ঋণ বা ধারকর্য পরিশোধে ইসলামের বিধান
- ইতিহাসে আল্লামা আহমদ শফী
- মেধাবী, আন্তরিক ও নিষ্ঠাবান শিক্ষক ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়
- ইগো প্রবলেম নিয়ে যত কথা
- সামাজিক সম্পর্ক সুদৃঢ় রাখতে ইসলামের নির্দেশনা
সাইফুল আলমকে ১৩ জানুয়ারি গ্রেপ্তার করা হয়। অভিযানে তার বাসায় যে টাকা উদ্ধার করা হয়েছে, তা আদালতের পাঠানো হয়েছে।’
এর আগে ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সেনাবাহিনী।
সাইফুল আলম বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ১৪তম বিএমএ লং কোর্সের ক্যাডেট হিসেবে সেনাবাহিনীতে কমিশন পান। তিনি বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডারের দায়িত্ব পালন করেন। সাইফুলকে ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এর আগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) গত ৩ সেপ্টেম্বর সাইফুল আলম, তার স্ত্রী এবং সন্তানদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার পাশাপাশি সমস্ত ব্যাংককে অ্যাকাউন্ট-সম্পর্কিত তথ্য বা নথি যেমন অ্যাকাউন্ট খোলার ফর্ম, কেওয়াইসি এবং লেনদেনের বিবৃতি ইত্যাদি পাঁচ কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে বলে।
উম্মাহ২৪ডটকম: আইএ