Home অন্যান্য খবর বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন ইনিউজ আপ-এর প্রধান সম্পাদক মোহাম্মদ মহসীন

বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন ইনিউজ আপ-এর প্রধান সম্পাদক মোহাম্মদ মহসীন

সাংবাদিকতা ও সাংগঠনিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে “বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪” পেলেন ইনিউজ আপ-এর প্রধান সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মহসীন।

শুক্রবার (২৮ ফেরুয়ারী) বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) উদ্যোগে আয়োজিত “বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪” এবং “চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৫” অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বহু গুণে গুণান্বিত ব্যক্তিত্ব, সাবেক তথ্য সচিব ও শেরে বাংলার দৌহিত্র সৈয়দ মার্গুব মোর্শেদ মোহাম্মদ মহসীনের হাতে এই বিশেষ সম্মাননা তুলে দেন।

আরও পড়তে পারেন-

২০০৫ সাল থেকে মোহাম্মদ মহসীন প্রিন্ট, টিভি ও অনলাইন গণমাধ্যমে সাংবাদিকতার নীতি-নৈতিকতা মেনে কাজ করে আসছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি এখনো এ বিষয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। তিনি PRESS INSTITUTE BANGLADESH, AFP, REUTERS, MRDI, FOJO MEDIA INSTITUTE, JOURNALISM NOW, THOMPSON FOUNDATION-সহ দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে সাংবাদিকতা বিষয়ে অসংখ্য কোর্স সম্পন্ন করেছেন এবং করছেন।

তিনি নিজেকে কখনো সাংবাদিক নয়, বরং সংবাদকর্মী হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন।

মোহাম্মদ মহসীন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কার্যনির্বাহী কমিটির সম্পাদক এবং ঢাকা মহানগর কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ কনজ্যুমার অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটির প্রতিষ্ঠাতা মহাসচিব।

উম্মাহ২৪ডটকম: আইএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।