Home জাতীয় ডেভিল হান্টের ২০তম দিনে গ্রেফতার ৬১৮, মোট ১১৯৩১

ডেভিল হান্টের ২০তম দিনে গ্রেফতার ৬১৮, মোট ১১৯৩১

ঢাকাসহ সারাদেশে যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আরও ৬১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অপারেশন ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৬১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে ৭৮৬ জনকে। সব মিলিয়ে ২৪ ঘণ্টায় ১ হাজার ৪০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছেন।

গ্রেপ্তারের পাশাপাশি দুটি টিপ ছোরা, লোহার রড একটি, দেশীয় এলজি একটি, কার্তুজ একটি, ছুরি একটি, চাকু চারটি ও একটি সুইচ গিয়ার উদ্ধার হয়। গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে শুরু করে এই অভিযানে এখন পর্যন্ত ১১ হাজার ৯৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়তে পারেন-

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে শিক্ষার্থীদের ওপর হামলা করেন স্থানীয় বাসিন্দারা। এতে আহত হন অন্তত ১৫ শিক্ষার্থী।

গাজীপুরের এ ঘটনার পরই নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঘোষণা দেয় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের। এরপর ৮ ফেব্রুয়ারি রাত থেকেই সাঁড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী।

উম্মাহ২৪ডটকম: আইএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।