সম্প্রতি রাজধানীতে ছিনতাই ও অন্যান্য অপরাধ বৃদ্ধি পাওয়ায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ব্যাপক অভিযান শুরু করেছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে ৬৫টি তল্লাশিচৌকি বসানো হয়েছে এবং চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার করতে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এ বিষয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে বিজয় সরণীতে বিশেষ অভিযান পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। তিনি জানান, কিছুদিন আগে থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে একটি বিশেষ অভিযান শুরু হয়েছে, যার আওতায় ইতোমধ্যে বিপুলসংখ্যক অপরাধী গ্রেপ্তার হয়েছে। সাম্প্রতিক সময়ে অপরাধ বেড়ে যাওয়ায় সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, “পরিস্থিতি গত কয়েকদিন খারাপ হলেও আগে ভালো ছিল। তবে অপরাধ নতুন কিছু নয়, আগেও ঘটেছে। এখন মানুষ অপরাধ প্রতিহত না করে ভিডিও করে, যা অপরাধীদের আরও সাহসী করে তুলছে।” তিনি সবাইকে সম্মিলিতভাবে অপরাধ প্রতিরোধের আহ্বান জানান। তিনি আরও বলেন, যারা জামিনে মুক্ত হয়ে আবার অপরাধে জড়াচ্ছে, তাদের উপর কঠোর নজরদারি রয়েছে এবং দ্রুত আইনের আওতায় আনা হবে।
আরও পড়তে পারেন-
- ঋণ বা ধারকর্য পরিশোধে ইসলামের বিধান
- ইতিহাসে আল্লামা আহমদ শফী
- মেধাবী, আন্তরিক ও নিষ্ঠাবান শিক্ষক ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়
- ইগো প্রবলেম নিয়ে যত কথা
- সামাজিক সম্পর্ক সুদৃঢ় রাখতে ইসলামের নির্দেশনা
সম্প্রতি ছিনতাইকারী সন্দেহে গণপিটুনির ঘটনা প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, আইন নিজের হাতে তুলে না নিয়ে অপরাধীকে পুলিশের হাতে সোপর্দ করতে হবে। তিনি জনগণকে পুলিশের প্রতি আস্থা রাখার আহ্বান জানান এবং বলেন, “রাজধানীর প্রতিটি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে, তাই কেউ যেন বিচার নিজের হাতে তুলে না নেয়।”
অপরাধ দমনে জনসাধারণের সহযোগিতা অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, “ঢাকা একটি ঘনবসতিপূর্ণ শহর, যেখানে সব জায়গায় পুলিশি টহল দেওয়া সম্ভব নয়। তাই নাগরিকদের সচেতনতা ও সহযোগিতাই অপরাধ দমনের সবচেয়ে কার্যকর উপায়।” সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, র্যাব-২ অধিনায়ক খালিদুল হক হাওলাদার প্রমুখ।
উম্মাহ২৪ডটকম: এমএ